পশুর শরীরের কোন অংশ ব্যবহার করে মোমবাতি তৈরি করা হয়?
পশু সম্পদ ভূমিকা রাখে-
i. পুষ্টির চাহিদা পূরণে
ii. বৈদেশিক মুদ্রা অর্জনে
iii. দারিদ্র্য দূরীকরণে
নিচের কোনটি সঠিক?
বর্তমান অর্থবছরে প্রাণিসম্পদের
i. জিডিপিতে অবদান ১৬.৫২%
ii. জিডিপিতে প্রবৃদ্ধির হার ১.৮%
iii. জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধির হার ৩.১০%
পশুর উপজাত দ্রব্য (শিং, ক্ষুর ও হাড়) ব্যবহার হয় -
i. পাখির খাদ্য হিসেবে
ii. জমিতে সার হিসেবে
iii. জ্বালানি হিসেবে
উৎপাদন ও কর্মশক্তির ভিত্তিতে গরুকে কতভাগে ভাগ করা হয়েছে?
অধিক মাংস উৎপাদনের জন্য কোন জাতটি উপযুক্ত?
হলস্টেইন ফ্রিজিয়ান গরুর দুধে কত শতাংশ চর্বি থাকে?
দেহের গঠন চৌকাকার, পা খাটো ও শিং ছোট। এটি কোন জাতের গরুর বৈশিষ্ট্য?
একটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু দৈনিক কত লিটার দুধ দিতে পারে?
জন্ম থেকে তিন মাস বয়স্ক গরুর বাছুরের মাংসকে কী বলা হয়?
পূর্ণবয়স্ক খাসির মাংসকে কী বলা হয়?
বাফেলো বুল হলো -
বকনা বাছুর বলতে বোঝায়-
প্রজননক্ষম পুরুষ ছাগলকে কী বলে?
গরুর ভারবাহী জাত কোনটি?
বাছুরের মাংসকে কী বলে?
অধিক দুধ উৎপাদনশীল গরুর জাত হলো-
i. শাহীওয়াল
ii. লাল সিন্ধি
iii. মালভি
বিফ মাস্টার এর মূল জাত হলো -
i. লাল ব্রাঙ্গাস
ii. জার্সি
iii. সিম্বা
হলস্টেইন ফ্রিজিয়ান গরুর –
i. কুঁজ উঁচু
ii. গায়ের রং সাদা-কালো ছাপ মেশানো
iii. দুধ দিনে ৩০ লিটারের বেশি হয়
কোনটিকে বাফেলো কাফ বলা হয়?
আবাসস্থল এর ভিত্তিতে মহিষকে কতভাগে ভাগ করা হয়েছে?
গায়ের রং ধূসর এবং চন্দ্রাকৃতির শিং; এটা কোন জাতের মহিষের বৈশিষ্ট্য?
পাঞ্জাব ও সিন্ধু এলাকায় পাওয়া যায় কোন জাতের মহিষ?
পা খাটো ও মোটা এবং ওলান বড় হয় কোন জাতের মহিষের?
মহিষের হাড়, শিং ও রক্ত ব্যবহৃত হয় -
i. সার হিসেবে
ii. জ্বালানি হিসেবে
iii. পশু খাদ্য হিসেবে
নিলি-রাভি মহিষের ক্ষেত্রে সঠিক -
i. গায়ের রং ধূসর
ii. শিং ছোট ও বাঁকানো
iii. মাথা চওড়া ও বড়
পৃথিবীতে কত প্রজাতির ছাগল রয়েছে?
নবজাতক ছাগল ছানাকে কী বলা হয়?
গোটলিং বলতে কী বোঝ?
হে তৈরিতে -
i. শিম গোত্রীয় ঘাস ব্যবহার করা হয়
ii. ফুল আসার পরে ঘাস কাটতে হয়।
iii. ১৫-২০% পানি রাখতে হয়
সাইলেজ তৈরির জন্য উপযুক্ত ঘাস হবে -
i. শর্করা সমৃদ্ধ
ii. ভোলাটাইল ফ্যাটি এসিড সমৃদ্ধ
iii. ভোলাটাইনল এসিটিক এসিড সমৃদ্ধ
সাইলেজ এর বৈশিষ্ট্য হলো-
i. বায়ুরোধী অবস্থায় সংরক্ষণ করা হয়
ii. কাঁচা ঘাসের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে
iii. বৈশিষ্ট্যপূর্ণ গন্ধ থাকে
গবাদিপশুর ক্ষুরারোগ দেখা দিলে কোন ওষুধ প্রদান করতে হয়?
গোবসন্ত নিরাময়ে কত ভাগ অ্যাম্পিসিলিন ব্যবহার করতে হবে?
আমাদের দেশে কুকুরের আক্রমণে শতকরা কতভাগ জলাতঙ্ক রোগ হয়ে থাকে?
কোনটি তড়কা রোগের লক্ষণ?
নিচের কোনটির অভাবে গাভির দুধজ্বর হয়?
তড়কা রোগে আক্রান্ত হলে গোয়ালঘর কী দিয়ে পরিষ্কার করতে হবে?
বাছুরের বয়স কত মাস হলে কৃমিনাশক ওষুধ প্রদান করতে হয়?
গৃহপালিত পশুর শরীরে কয় ধরনের পাতাকৃমি দেখা যায়?
পায়খানার সাথে দলা দলা রক্ত বের হয় এবং সঙ্গে বিজল থাকে। এটা কোন রোগের কারণে হয়?
কোন ভিটামিনের অভাব হলে বাছুরের হাড় এবং দাঁতের স্বাভাবিক বৃদ্ধি হয় না?
গবাদিপশুর দেহে খনিজ পদার্থের অভাব দূর করার জন্য কোন খাদ্য উপাদান সরবরাহ করা উচিত?
তড়কা রোগের জীবাণুর নাম-
ট্রোকার ক্যানুলার দ্বারা গবাদিপশুর কোন রোগের চিকিৎসা করা হয়?
পশুর ব্যাকটেরিয়াজনিত রোগ কোনটি?
ক্ষুরারোগে আক্রান্ত হলে পশুর শরীরের তাপমাত্রা কত ডিগ্রী পর্যন্ত বাড়তে পারে?
ক্ষুরা রোগে আক্রান্ত গরুর-
i. শরীরের তাপমাত্রা ১০৩০-১০৬° ফারেনহাইট পর্যন্ত হয়
ii. পেট ফুলে যায়
iii. জিহ্বায় ফোস্কা পড়ে
তড়কা রোগের প্রাদুর্ভাব বেশি হয়-
i. বর্ষাকালে
ii. শুষ্ক আবহাওয়াতে
iii. স্যাঁতসেঁতে আবহাওয়ায়
গলাফোলা রোগে আক্রান্ত পশুকে -
i. পুষ্টিকর খাদ্য দিতে হবে
ii. NaOH প্রয়োগ করতে হবে
iii. সালফোনামাইড দিতে হবে