অংশীদারি কারবারের চুক্তির অবর্তমানে- i. অংশীদারদের মধ্যে লাভ-লোকসান সমহারে বণ্টিত হবেii. সকল অংশীদারের সম্মতি ব্যতীত নতুন অংশীদার আগমন ও পুরাতন অংশীদারের অংশীদারিত্বের অবসান করতে পারেiii. অংশীদারি ফার্মের দায় অংশীদারদের মধ্যে ব্যক্তিগতভাবে ও সামগ্রিকভাবে বর্তায়
নিচের কোনটি সঠিক?
উত্তোলনের ওপর সুদের হার ১০% এর পরিবর্তে ৫% ধার্য হলে হিসাবের ওপর কী প্রভাব পড়বে?i. অংশীদারদের মূলধনের পরিমাণ হ্রাস পাবেii. অংশীদারি মূলধনের পরিমাণ সমান থাকবেiii. বণ্টনযোগ্য লাভের পরিমাণ হ্রাস পাবেনিচের কোনটি সঠিক?
অংশীদারদের মধ্যে, মুনাফা বণ্টিত হয়- রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।i. চুক্তি অনুসারেii. চুক্তির অবর্তমানে সমানভাবেiii. চুক্তির অবর্তমানে মূলধন অনুপাতেনিচের কোনটি সঠিক?