রাকিব-এর উত্তোলন ৫,০০০ টাকা এবং মুনাফা সমান ভাগে ভাগ করা হলে তার সমাপনী মূলধন কত?
বাট্টা প্রদানের ফলে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে-
i. ব্যয় বৃদ্ধি ২,০০০ টাকা, সম্পদ হ্রাস ৫০০ টাকা
ii. সম্পদ হ্রাস ৫০০ টাকা, ব্যয় বৃদ্ধি ৫০০ টাকা
iii. নগদ বৃদ্ধি ১৫,৫০০ টাকা, মালিকানা স্বত্ত্ব হ্রাস ৫০০ টাকা।
নিচের কোনটি সঠিক?
মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের কর্মচারীদের বেতন প্রদান করা হলে, সঠিক জাবেদা দাখিলা হবে কোনটি?
গাড়িটির বিক্রয়জনিত লেনদেনে প্রতিষ্ঠানের হিসাব সমীকরণে-
i. সম্পদ হ্রাস পাবে
ii. সম্পদ বৃদ্ধি পাবে
iii. মালিকানাস্বত্ব বৃদ্ধি পাবে
জনাব আকিব ২০২১ সালে শুরুতে ১,০০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির আয়ুষ্কাল ধরা হয় ৫ বছর এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। ২০২৩ সালের শেষে মেশিনটি ৫০,০০০ টাকায় বিক্রয় করা হলে কত টাকা মুনাফা বা ক্ষতি হয়?
ভগ্নাবশেষ মূল্যকে কী নামে অভিহিত করা যায়?