আশা ও নিশা একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তাদের প্রারম্ভিক মূলধন যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা। তারা মূলধনের ওপর ১০% সুদ ধার্য করে। আশা কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না। আশা কী ধরনের অংশীদার?
নিচের কোন নীতি অনুযায়ী অনুমান করা হয় যে ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে?
মজুদ আবর্তন অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের কী যাচাই করা হয়?
অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই সংরক্ষণ করলে-
i. তহবিলের যথাযথ ব্যবহার হয়
ii. ক্যাশিয়ারকে নিয়ন্ত্রণ করা সহজ হয়
iii. রেওয়ামিল প্রস্তুত সহজ হয়
নিচের কোনটি সঠিক?
অংশীদারদের চলতি হিসাবে নিচের কোনটি অন্তর্ভুক্ত হবে না?
সচ্ছলতা যাচাইয়ের অনুপাত কোনটি?