মজুদ আবর্তন অনুপাত দ্বারা প্রতিষ্ঠানের কী যাচাই করা হয়?
আশা ও নিশা একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তাদের প্রারম্ভিক মূলধন যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা। তারা মূলধনের ওপর ১০% সুদ ধার্য করে। আশা কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না। আশা কী ধরনের অংশীদার?
হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কী?
ব্রান্ড ও লেভেল কোন ধরনের সম্পত্তি?
মোট উৎপাদন ব্যয়ের পরিমাণ কত?
অবচয়ের হার ১৫% হলে-i. পরিচালন মুনাফা হ্রাস পেতোii. আয়কর কম পরিশোধ করতে হতোiii. গোপন সঙ্গিতি সৃষ্টি হতোনিচের কোনটি সঠিক?