অংশীদারি ব্যবসায়ে অংশীদারগণকে কোন অনুপাতে মূলধন বিনিয়োগ করতে হয়?
কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদি মূলধনকে কী বলে?
প্রতিষ্ঠানভেদে নগদান বইকে বলা হয়-
i. জমা ও খরচের বই
ii. প্রাপ্তি ও প্রদানের বই
iii. জাবেদা ও খতিয়ান উভয়ই
নিচের কোনটি সঠিক?
জুন ১৩ তারিখে ধারে বিক্রয় ৭,৫০০ টাকা, ঋণ শর্ত ২/১০, এন/৩০। জুন ১৫ তারিখে খরিদ্দার ৫০০ টাকার পণ্য ফেরত দেয়। জুন ২৩ তারিখে পূর্ণনিষ্পত্তি সাপেক্ষে কত টাকা আদায় হবে?
চুক্তিপত্রে উল্লেখ না থাকালেও অংশীদারগণ কী দাবি করতে পারে?
পথিমধ্যে জমা ৫,০০০ টাকা। উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক মিলকরণ বিবরণীতে কীভাবে উক্ত দফাটি সমন্বয় করা হয়?