কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদি মূলধনকে কী বলে?
অংশীদারি ব্যবসায়ে অংশীদারগণকে কোন অনুপাতে মূলধন বিনিয়োগ করতে হয়?
অদৃশ্যমান লেনদেন হলো-
i. আসবাবপত্র ক্রয় ৫,০০০ টাকা
ii. ইজারা সম্পত্তির অবলোপন ৩,০০০ টাকা
iii. সুনামের অবলোপন ৫,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
তুষার এন্ড কোম্পানি লিঃ এর অনুমোদিত মূলধন হলো প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ার। ইস্যুকৃত মূলধনের পরিমাণ ৭০% এবং বিলিকৃত মূলধনের পরিমাণ ইস্যুকৃত এর ৮০%। তুষার এন্ড কোম্পানির বিলিকৃত মূলধনের পরিমাণ কত?
নিচের কোনটি অলীক সম্পত্তি?
প্রারম্ভিক মজুদ ২২,০০০ টাকা, ক্রয় ১,৩৫,০০০ টাকা, বিক্রয় ৩,৭৬,০০০ টাকা ও সমাপনী মজুদ ৩৭,০০০ টাকা হলে সমন্বিত ক্রয় কত?