যদি x2tan2θ+cos2θ-2 xy tanθ+y2 sin2θ=0 সমীকরণ দ্বারা প্রকাশিত দুইটি সরলরেখা x-অক্ষের সাথে যথাক্রমে α এবং β কোণ উৎপন্ন করে, তবে প্রমাণ করুন যে, tanα-tanβ=2
ax2+2 hxy+by2-2 gx+2 fy+c=0 সমীকরণ দ্বারা একজোড়া সরলরেখা নির্দেশ করে, তবে প্রমাণ করুন যে, উহাদের ছেদবিন্দু ও মূলবিন্দুর দূরত্বের বর্গের মান— ca+b-f2-g2ab-h2
5x2-2xy+5y2-8x-8y-8=0 সমীকরণটিকে প্রমাণ আকারে প্রকাশ করে কণিকটি শনাক্ত করুন।
4y2-20x-8y+39=0 পরাবৃত্তটির শীর্ষবিন্দু, উপকেন্দ্র, অক্ষের সমীকরণ, নিকাক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করুন।
দুইটি সরলরেখার দিক কোসাইন 2l+2m-n=0 এবং lm+mn+nl=0 দ্বারা নির্দেশিত হইলে রেখাদ্বয়ের দিক কোসাইন নির্ণয় করুন। সরলরেখাদ্বয় পরস্পর লম্ব প্রমাণ করুন।
দেখান যে, 6x-2=3y+1=z-2 সরলরেখা এবং x-y+z=5 সমতলের ছেদবিন্দু এবং (– 1, – 5, – 10) বিন্দুর দূরত্ব 13.
প্রমাণ করুন sinAa=sinBb=sinCc , যেখানে ABC যে কোনো একটি ত্রিভুজ।
a→, b→, c→ সমতলীয় ভেক্টর না হইলে দেখান যে, d→=d→ b→ c→a→ b→ c→a→+a→ d→ c→a→ b→ c→b→+a→ b→ d→a→ b→ c→c→
x = 0 এবং x = 1 বিন্দুতে f:R→R ফাংশনটির অবিচ্ছিন্নতা আলোচনা করুন। যেখানে, fx=x2+1যখনx<0xযখন0≤x≤11xযখনx>1
xlnx এর লঘিষ্ঠ মান নির্ণয় করুন।
y=lnx+1+x2 হলে দেখান যে,
1+x2yn+2+2n+1xyn+1+n2yn=0
y=2x3-6x2-18x+7 এর বৃহত্তম বা ক্ষুদ্রতম এবং বক্রতার বিন্দুসমূহ নির্ণয় করুন। দেখান যে, বক্রতার বিন্দু বৃহত্তম ও ক্ষুদ্রতম বিন্দুর মাঝখানে অবস্থিত।
সমাধান করুন : i ∫dxx-1x2+1 ii ∫0π2lnsin xdx
সমাধান করুন : y1+xydx+x1-xydy=0
y2=8x পরাবৃত্ত ও y=4x-4 সরলরেখা দ্বারা পরিবেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল বাহির করুন।
সমাধান করুন : D4-1y=ex cosx
নিম্নলিখিত ধারাটির যোগফল বের করার জন্য একটি Fortran প্রোগ্রাম লিখুন :1+x+x22!+x33!+x44!+........+x1010!
নিউটন-র্যাফসন (Newton-Raphson) পদ্ধতি ব্যবহার করে x4+x2-80=0 সমীকরণের মূল তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করুন।
x এর কিছু সমদূরত্বের মানের জন্য e-x এর মান নিচের তালিকায় দেয়া হলো। x=1.7489 এর জন্য e-x এর মান নির্ণয় করুন।
প্রমাণ করুন যে, যোগাশ্রয়ী প্রোগ্রামের চরম অনুকূল সমাধান (Optimal Solution) এর সেট একটি উত্তল সেট (Convex Set)।