→a=i + 4j +8k ভেক্টরটি স্থানাংক অক্ষত্রয়ের যোগবোধক দিকের সাথে যে কোণসমূহ উৎপন্ন করে তা নির্ণয় করুন।
নিম্নলিখিত ফাংশনটির লেখচিত্রা অংকন করে এই ডোমেন ও রেঞ্জ নির্ণয় করুন :
x2 +1 যখন x<0 x যখন 0≤x≤11x যখন 1<x
x= 2 বিন্দুতে (x) ∫(x) = x-2 ফাংশনের অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করুন।
∫sin x cos3 x dx
∫sin-1 x21-x2 dx
cos-1yb=Inxnn হলে, প্রমাণ করুন যে, x2yn+2+2n+1 xyn+1+2n2yn=0
r = a (1 + cosθ) কার্ডিয়ডের ক্ষেত্রফল নির্ণয় করুন।
sin-1 dydx =x + y
(3x + 2y – 5) dx + (2x + 3y - 5) dy = 0.
d2ydx2-4 dydx + 4y = x2e2x
d2ydx2-6 dydx + 9y =1 + x + x2
ফুরিয়ার সাইন সিরিজের মাধ্যমে ∫(x) = cosx এর বিস্তার করুন, যখন 0≤x≤π.
যদি s>a হয়, তবে প্রমাণ কর যে, L eat = 1s-a.
যদি s>0 হয়, তবে প্রমাণ কর যে, L cos at= ss2-a2.
ল্যাপলাস রূপান্তরের সাহায্যে সমাধান করুন :
yn (t) + y (t) = 1, যখন y (0) = 0, (0) y' = 3.
x2 - x - 6
a8 + a4 - 2
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির যোগফল ১২ সংখ্যাটির অন্ধ দু'টির স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটির মান দাঁড়ায় মূল সংখ্যার দ্বিগুণের চেয়ে ১২ কম। মূল সংখ্যাটি কত?
p-12p=6 হলে p3-18p3 এর মান কত ?
১৮০ ফুট দৈর্ঘ্য এবং ১২০ ফুট প্রস্থবিশিষ্ট একটি আয়তাকার বাগানের চতুর্দিকে ১০ ফুট প্রস্থ বিশিষ্ট একটি রাস্তা রয়েছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?