নিম্নোক্ত তথ্য দিয়ে বালির FM নির্ণয় করুন। নমুনাটি কি RCC ঢালাই কাজে ব্যবহার করা যাবে?
SFD ও BMD অংকন করুন। সর্বোচ্চ Bending Moment কত?
২.২৫ মিটার আকারের বর্গাকার ফুটিং এর গভীরতা ২.৫ মিটার হলে প্রতি একক ক্ষেত্রফলে গ্রহণযোগ্য ভারবহন ক্ষমতা নির্ণয় করুন। মাটির কোহেশন ১৫,০০০ কেজি/বর্গমিটার, একক ওজন ১৭,০০০ কেজি/ঘনমিটার, নিরাপদ সহগ ৩ এবং Nc = ২৫.৩ , Nq =১২.৮ N = ৯.৭
একটি সাধারণভাবে স্থাপিত আয়তকার আরসিসি বিমের স্প্যান দৈর্ঘ্য ৫ মিটার। বিমের উপর ১০,০০০ কেজি লোড সমভাবে অর্পিত আছে। যদি fc= ২১০ কেজি/বর্গসেমি, fs = ১৪০০ কেজি/বর্গসেমি এবং n = ১২ হয়, তবে বিমটির প্রস্থচ্ছেদের আকার ও লোহার পরিমাণ নির্ণয় করুন।
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। ৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর হলে, পুত্রের ৭ বছর পূর্তিতে পিতার বয়স কত ছিল?
একটি এয়ার কন্ডিশন মেশিনের দাম ১৭৫০০০ টাকা। একজন ক্রেতা ঐ এয়ার কন্ডিশন মেশিনটি ১৫% ডাউনপেমেন্টে এবং বাকি টাকা ২ বছরে ১০% সরল সুদে মাসিক কিস্তিতে প্রদানের শর্তে ক্রয় করেন। তার মাসিক কিস্তি কত হবে এবং ঐ এয়ার কন্ডিশন বাবদ তার মোট কত টাকা প্রদান করতে হবে ?
x+2x-2 + x-2x+2 = 2x + 51/3x
9x2 - 9x - 4
x+15+x-15=0 সমীকরণকে ডি-ময়ভারের উপপাদ্যের সাহায্যে সমাধান করুন।
2.4.62+4.6.82+6.8.102+........ ধারাটির n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করুন।
যদি x একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং y যে কোনো বাস্তব সংখ্যা হয়, তবে দেখান যে, একটি ধনাত্মক বাস্তব সংখ্যা n বিদ্যমান থাকিবে যেখানে nx > y.
যদি a, b, c > 0 এবং সবগুলো সমান না হয় তবে দেখান যে, b4+c4b+c+c4+a4c+a+a4+b4a+b>3 abc
যে কোনো তিনটি সেট A, B, C এর জন্য প্রমাণ করুন : A-B×C=A×C-B×C
hx=x2-4x+3 ফাংশনটির ডোমেন ও রেঞ্জ (Range) নির্ণয় করুন।
যদি x3+px2+qx+r=0 সমীকরণের মূলগুলি α, β, γ হয় তবে, βγ-α2, γα-β2 এবং αβ-γ2 মূলবিশিষ্ট সমীকরণটি নির্ণয় করুন।
সিনথেটিক ভাগ পদ্ধতির সাহায্যে x3-6x2+11x-6=0 সমীকরণ হতে S4 বাহির করুন।
ম্যাট্রিক্স পদ্ধতিতে নিম্নের সমীকরণ জোটের সমাধান করুন :
x+y+z = 1
x + 2y + z = 2
x+y+2z = 0
নিম্নের ম্যাট্রিক্সের জন্য কেইলী হ্যামিলটনের উপপাদ্যের সত্যতা যাচাই করুন : A=21-1310102
যোগাশ্রয়ী রূপান্তরের ইমেজ ও কার্ণেল কী ? মনে করুন T : V(F)→U(F) একটি যোগাশ্রয়ী রূপান্তর। তাহা হইলে দেখান যে, Ker T একটি V(F) এর উপজগত ।
A=1201 ম্যাট্রিকটি সাকীকরণ যোগ্য নয়, প্রমাণ করুন ।