জনাব রহিম বার্ষিক ১১.২৫% সরল সুদে ৬,৪০,০০০ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন। তার ঐ বিনিয়োগ কত বছরে ১১,২৬,০০০ টাকা হবে?
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের এগুণ। ৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর হলে পুত্রের ৫ বছর পূর্তিতে পিতার বয়স কত ছিল?
সমাধান করঃ 3x-6+7x-2=10x-4
যদি Y=12 , b= 3, a = 14 হয় তবে y+b=ay+cb এর মান বের কর।
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তাঁর করা কত লাভ/লোকসান হবে?
একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে, গভীরতা কত?
পিতা পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৩:১। পুত্রের বর্তমান বয়স কত?
27x4 + 8xy3 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজের শীর্ষ বিন্দু হতে অংকিত লম্বের দৈর্ঘ্য ১২ পদ হলে ক্ষেত্রটির ভূমির দৈর্ঘ্য কত?
একটি ট্রাপিজিয়াদের ক্ষেত্রফল ৬০ বর্গমিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী সম দূরত্ব ৮ মিটার। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে বাহটির দৈর্ঘ্য কত?
১০০ টাকায় ১০ টি লেবু কিনে ২০ টি লেবু ২২০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
করিম একটি কাজের তিন ভাগের এক অংশ ৮ দিনে করে চলে গেল। তারপর রহিম কাজে যোগ দিল এবং ৫ দিন কাজ করে কাজ ত্যাগ করল। বাকি কাজ করিম ১২ দিনে শেষ করল। সম্পূর্ণ কাজটি করতে রহিমের কতদিন সময় লাগত?
দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক চতুর্থাংশের মান ১৩। সংখ্যা দুটি কি কি?
y = x5 হলে 2x এবং 3y এর অনুপাত কত?
যদি a2+1a2=47 হয়, তবে a+1a এর মান কত?
x4-27x2+1এর উৎপাদকে বিশ্লেষণ করুন।
৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
১৯০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করাতে ৫% ক্ষতি হলো। বিক্রয় মূল্য কত হলে ৫% লাভ হত?
100 বর্গমিটার দেয়াল 18 মিমি পুরুত্বে সিমেন্ট প্লাস্টার (1 : 6) এর কাজে মালামালের পরিমাণ হিসাব কর।
35 মিমি x 35 মিমি x 6 মিমি সাইজের 30 মিটার লম্বা 4 টি এম এস এঙ্গেলের ওজন কত?