করিম একটি কাজের তিন ভাগের এক অংশ ৮ দিনে করে চলে গেল। তারপর রহিম কাজে যোগ দিল এবং ৫ দিন কাজ করে কাজ ত্যাগ করল। বাকি কাজ করিম ১২ দিনে শেষ করল। সম্পূর্ণ কাজটি করতে রহিমের কতদিন সময় লাগত?
একটি দ্রব্য ২৫৭৬ টাকায় বিক্রয় কররে বিক্রেতার ১২% লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা কম হলে তার শতকরা কত লাভ হবে?
উৎপাদকে বিশ্লেষণ করুন: a4 + a2b2 + b4
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
কাজল ১ লিটার দুধ কিনে তা থেকে ২৫০ মি.লি. পান করল। কাজলের কাছে কতটুকু দুধ অবশিষ্ট রয়েছে?
১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুন ছিল। ৪ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের ২ গুন হবে। বর্তমানে কার বয়স কত?