দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক চতুর্থাংশের মান ১৩। সংখ্যা দুটি কি কি?
y=x5 হলে 2x এবং 3y এর অনুপাত কত?
১ ইঞ্চি = কত সেন্টিমিটার?
১ মিলিয়ন = কত লক্ষ?
উৎপাদকে বিশ্লেষণ করুন: 4x2 – 13x - 12
রহমান সাহেবের বয়স তার পুত্রের বয়সের ৬ গুন। ৮ বছর পূর্বে রহমান সাহেবের বয়স ছিল ২৮ বছর । ৭ বছর পর তার পুত্রের বয়স কত হবে?
১৮টি ছাগলের দাম ৪টি গরুর দামের সমান হলে, ৪৫টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে?
২টি নল দ্বারা ১টি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘন্টায় পানি পূর্ণ করে। নল ২টি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে।
x : y = 5 : 3 হলে ( 8x – 5y ) : ( 8x + 5y)=?
a – [2b – {3c - ( a - 2b + 3c )}]
একটি জমির দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। ঐ জমির মাঝে পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের মিটার ৪ মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর?
প্রমাণ কর যে, ত্রিভুজের যে কোন মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে?
উৎপাদকে বিশ্লেষণ কর? x2 + x - 2
ক, খ ও গ ৭০০০ টাকা দিয়ে কারবার শুরু করুন । এতে গ এর কাছে যত টাকা আছে, খ এর তা হতে ৩০০ টাকা বেশী আছে এবং ক এর খ অপেক্ষা ৪০০ টাকা বেশী আছে। ঐ কারবারে ৫২৫ টাকা লাভ হলে, লাভের অংশ কে কত পাবে?
উৎপাদকে বিশ্লেষণ করুন: m3 – n3 –m (m 2 - n2) + n (m - n) 2
দুটি সংখ্যার যোগফল ৯০। উহাদের বড়টি সংখ্যাদ্বয়ের বিয়োগফলের ৮ গুণ হলে সংখ্যাদ্বয় কি কি?
লিচুর দাম ২০% কমে যাওয়ায় ১২টাকায় পূর্বাপেক্ষা ২টি লিচু বেশি পাওয়া যায়। ৫০টি লিচুর বর্তমান দাম কত?
একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩.৫ মিটার। ঘরটির উচ্চতা ৩ মিটার এবং দেওয়ালগুলি ১৫ সে.মি. পুরু হলে চার দেওয়ালের আয়তন কত?
4a4 -4a2+9
a2-b2-c2-2bc+a-b-c