4x2 - 23x + 33 উৎপাদকে বিশ্লেষণ করুন
5a-6b-7c এর বর্গ নির্ণয় করুন।
বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার, ১২ মিটার ও ৪ মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে।
বার্ষিক ১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে?
একটি সমকোণী ত্রিভূজের অতিভূজ ১৩ ফুট এবং ভূমি ১২ ফুট। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
একটি নৌকা স্থির পানিতে ঘণ্টায় ৮ কি.মি যেতে পারে। স্রোতের প্রতিকূলে ৮ কি.মি যেতে নৌকাটির ৪ গুণ সময় লাগে । স্রোতের অনুকূলে ৭০ কি. মি. যেতে নৌকাটির কত সময় লাগবে?
একই হার মুনাফায় ৩০০ টাকার ৪ বছরের মুনাফা এবং ৫০০ টাকার ৫ বছরের মুনাফা একত্রে ১৪৮ টাকা হলে, শতকরা বার্ষিক মুনাফার হার কত?
যদি a = 3 + 2 হয় তবে প্রমাণ করুন যে, a3+ 1a3=183
একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩০০ মিটার এবং বাইরে চারিদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
৩০ টাকায় ১০টি দরে এবং ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১২টি দরে বিক্রয় করলে এতে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
a - 1/a =2 হলে দেখাও যে, (a4 + 1)/a4 = 34
x-y = 3 এবং xy = 4 হলে, x3 - y3 -2 (x+y)2 এর মান কত?
রমিজ সাহেব ০৩ বছরের জন্য ১০,০০০ টাকা এবং ৪ বছরের জন্য ১৫,০০০ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট ৯,৯০০ টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করুন।
যে কাজ ৭০ জন শ্রমিক ৩০ দিনে করতে পারে, সে কাজ ১২ দিনে সম্পন্ন করতে প্রতিদিন কত জন শ্রমিক লাগবে?
x=05 হলে x3- 12x2+48x-64 এর মান কত?
১ থেকে ২০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত?
27x2 + 15x - 2-কে উৎপাদকে বিশ্লেষণ কর।
x-4=x-4x এর সমাধান করুন
একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৮৪০ বর্গমিটার এবং এর দৈর্ঘ্য ৪০ মিটার হলে প্রস্থ কত?
যদি g(x) = x3 + ax2 – 3x – 6 হয়, তবে a এর মান কত হলে g (-2) = 0 হবে?