আরিফ তার কাছে থাকা মোট টাকার ৩৭ অংশ ভাইকে প্রদান করার পর অবশিষ্টের ৫১২ অংশ তার বোনকে প্রদান করলো। আরিফের হাতে এখন ১০০০ টাকা রয়েছে। ভাই ও বোনকে টাকা দেয়ার পূর্বে আরিফের হাতে মোট কত টাকা ছিলো?
পাশাপাশি ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম চারটি সংখ্যার গড় ৫২ এবং শেষের পাঁচটি সংখ্যার গড় ১৯ এর দ্বিগুণ। পঞ্চম সংখ্যাটি কত?
৫৩৫ টাকায় একটা শার্ট বিক্রি করায় ৭% লাভ হয়। ঐ শার্টটি কত টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হবে?
x - 2y = 3 হলে x3 - 8y3 - 18xy এর মান কত?
একটি শহরের ৪০% মানুষ ডায়াবেটিস আক্রান্ত এবং ২৫% লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত। যদি ১০% লোক উভয় রোগে আক্রান্ত কত শতাংশ লোক এই দুটি রোগ থেকে মুক্ত?
একটি চেইন দ্বারা মেপে একটি জমির ক্ষেত্রফল ১৩০.৫০ একর পাওয়া গেল। যদি মাপার কাজে ব্যবহৃত চেইনটি শতকরা ০.১০ ভাগ বেশি লম্বা থাকে তাহলে জমির প্রকৃত ক্ষেত্রফল কত?
একটি শিকল রেখা হতে আঁকা বাঁকা সীমানা রেখায় ১৫ মিটার পরপর নিমরূপ অফসেট পাওয়া গেল। শিকল রেখা ও সীমানার মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল কত?
অফসেট সমূহঃ ০.০০, ২.৭৫, ৩.৮৫, ৩.৮০, ৪.৭০, ৩.৬৫, ৫.০০, ৫.৯০
AB রেখার বিয়ারিং ১৪২° ৩০' এবং ABC কোন ১২০° ৩৮' হলে BC রেখার বামাবর্তে বিয়ারিং কত?
একটি সুষম ঢাল বিশিষ্ট ভূমিতে ৩০ মিটার পর পর A হতে লেভেলিং কার্য শুরু করে B বিন্দুতে শেষ করার জন্য নিম্নোক্ত স্টাফ পাঠ পাওয়া গেলা।
০.০৮৫, ০.৮০৫, ১.৭৫০, ২.৮৫৫, ৩.৬৫, ৩.৯৮৫, ০.৮০৫, ১.০০৫, ১.৫৮৫, ২.৪৫০, ৩.৬২৫, ০.০৩৫, .১.৪১৫, ২.৬১৫
A বিন্দুর আর এল ৪০.৪৫০ মিটার। AB রেখার ঢাল নির্ণয় করুন।
পুকুরের বিপরীত দুই পাড়ে দুটি বিন্দু A ও B । A বিন্দুতে যন্ত্র বসিয়ে A ও B তে স্টাফ পাঠ যথাক্রমে ১.৯৮ মি. ও ২.৪৫মি. B বিন্দুতে যন্ত্র বসিয়ে A ও B স্টাফ পাঠ যথাক্রমে ২.৪৮৫ মি. ও ৩.৪০৫ মি. পাওয়া গেল। A ও B বিন্দুর প্রকৃত উচ্চতার পার্থক্য কত?
বেঞ্চমার্ক কি?
পূর্ণবৃত্ত বিয়ারিং বলতে কি বুঝায় ?
প্রমান কর যে, 12 cosec10° - 2sin70° = 1
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3.84x105 Km এবং চাঁদ পৃথিবীকে বৃত্তাকার কক্ষপথে 27.3 দিনে একবার প্রদক্ষিন করে। চাঁদের কৌনিক এবং রৈখিক দ্রুতি নির্ণয় কর।
জেমি ও সুমি একই ব্যাংক থেকে একই দিনে ১০% সরল সুদে আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি ২ বছর পর সুদে আসলে যত টাকা শোধ করে ৩ বছর পর সুমি সুদে আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় করুন।
একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে। অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলে দিলে ২৬ মিনিটে উহা পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে ?
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রশ্নের দেড়গুণ। ঘরটির ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার হলে পরিসীমা কত?
উৎপাদকে বিশ্লেষণ করুন: a2+ 2ab.2b.1
১০০ টাকায় ১০ টি লেবু কিনে ২০ টি লেবু ২২০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
করিম একটি কাজের তিন ভাগের এক অংশ ৮ দিনে করে চলে গেল। তারপর রহিম কাজে যোগ দিল এবং ৫ দিন কাজ করে কাজ ত্যাগ করল। বাকি কাজ করিম ১২ দিনে শেষ করল। সম্পূর্ণ কাজটি করতে রহিমের কতদিন সময় লাগত?