১০ টাকায় ১০টি এবং ৮টি দরে সমান সংখ্যক লিচু খরিদ করে ১০ টাকায় ৯টি দরে বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
a4 − a2+1=0 হলে, প্রমান করুন যে a3+1a3 =0
শতকরা বার্ষিক কত তার সুদে ১,২০০ টাকার ৩ বছরের সুদ ২১৬ টাকা হবে?
১৪ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। ঐ কাজটি ১০ দিনে শেষ করতে হলে কতজন লোক নিয়োগ দিতে হবে?
১.৫৫৫৫৫ এর ৫% =?
০.০১+০.০২ × ০.০৩ ÷ ০.০৪=?
একটি গাড়ির চাকার ব্যাস ০.৮৪ মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে ৬ বার ঘুরলে ঘণ্টায় গাড়িটির গতিবেগ কত?
একটি নৌকা স্থির পানিতে ঘণ্টায় ৬ কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে ৬ কিলোমিটার যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে ৫০ কিলোমিটার যেতে কত সময় লাগবে?
আরমিনা খাতুন তার পারিবারিক প্রয়োজনে ৬% হারে x টাকা এবং ৪% হারে y টাকা ঋণ নিলেন। তিনি মোট ৫৬,০০০ টাকা ঋণ নিলেন এবং বছর শেষে ২,৮৪০ টাকা মুনাফা পরিশোধ করলেন। x এবং y এর মান নির্ণয় করুন ।
x=4, y=-8 এবং z=5 হলে 25x+y2-20x+yy+z+4y+z2 এর মান কত?
4x2 − 23x+33 এর উৎপাদকে বিশ্লেষণ করুন।
উৎপাদকে বিশ্লেষণ করুন: 9x2-9x-4
x2 + 1x2 =3 হলে x2 + 1x23 এর মান নির্ণয় করুন।
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫,৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন।
১ ইঞ্চি = কত সে .মি ?
১ একর = কত বর্গ গজ?
১ থেকে ১০ এর মৌলিক সংখ্যা কয়টি?
a+b+c=15 এবং a2+b2+c2=83 হলে ab+bc+ac এর মান কত?
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। ৭ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ২। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি?