একটি লাইব্রেরিতে গল্পের বই এবং গল্পছাড়া বইগুলির সংখ্যার অনুপাত ৪ : ৩ এবং মোট গল্পের বইয়ের সংখ্যা ছিল ১২৪৮। যখন আরও কিছু গল্পের বই কেনা হয়েছিল, তখন অনুপাতটি ৫ : ৩ হয়ে যায়। কেনা গল্পের বইয়ের সংখ্যাটি কত ছিল?
যদি 7x2 - 10x-38 = 7x + 56 হয়, তাহলে x = কত?
কতজন শিক্ষার্থী অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান উভয় বিষয় নিয়েছে?
কতজন শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়েছে, অর্থনীতি বিষয় নয়?
এক ব্যক্তি ১,০০০ টাকা ৪ বছরের জন্য একটি ব্যাংক জমা রাখে। ব্যাংক উক্ত ব্যক্তিকে প্রথম ২ বছরের জন্য ১০% হারে এবং শেষের ২ বছর ৫% হারে সুদ প্রদান করবে। ৪ বছর শেষে উক্ত ব্যক্তি কত টাকা গ্রহণ করবে?
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
রহিম সাহেব তার ৫৬,০০০ টাকার কিছু অংশ বার্ষিক ১২% মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক ১০% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তিনি মোট ৬,৪০০ টাকা মুনাফা পেলেন । তিনি ১২% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন?
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা চৌবাচ্চাটি পৃথকভাবে পূর্ণ হতে কত সময় লাগবে?
একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩৬ মিটার এবং প্রস্থ ২৫ মিটার। আয়তের দৈর্ঘ্য ১০% হ্রাস পেলে এবং প্রস্থ ১০% বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে?
১ হতে ১০ এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি?
বার্ষিক শতকরা ৬ টাকা হারে চক্রবৃদ্ধি মুনাফায় ১৫,০০০ টাকায় ৩ বছরের সবৃদ্ধিমূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করুন।
একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য a. বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
যদি কোন ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহু দুইট পরস্পর সমান হবে।
বৃত্তের কোন একটি নির্দিষ্ট বিন্দুতে একাধিক স্পর্শক অঙ্কন করা যায়।
পিতা ও পুত্রের মোট বয়স ৮৭ বছর। পুত্র পিতার চেয়ে ৩৯ বছরের ছোট। পিতা ও পুত্রের বয়স কত?
একটি কাজ ‘ক’ ২০ দিনে, ‘খ’ ৩০ দিনে এবং ‘গ’ ৬০ দিনে করতে পারে। প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে ‘খ’ এবং প্রতি চতুর্থ দিনে ‘গ’, ‘ক’ কে সাহায্য করলে ঐ কাজটি কত দিনে সম্পন্ন হবে?
একটি চৌবাচ্চার দুটি নল দ্বারা পানি প্রবেশ করতে পারে। প্রথম নলটি ৯ ঘণ্টায় এবং দ্বিতীয় নলটি ১২ ঘণ্টায় চৌবাচ্চাটি পূর্ণকরতে পারে। উভয় নল দ্বারা কয়েক ঘণ্টা পানি প্রবেশ করার পর প্রথম নলটি বন্ধ করে দেয়া হয়। দ্বিতীয় নলটি পরবর্তী ২ ঘণ্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে। চৌবাচ্চাটি ক ঘণ্টায় পূর্ণ হয়েছিল?
সমাধান করুনঃ x-ab+x-ba+x-3a-3ba+b=0
২৫ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে ২০ মিটার কাপড় সে মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
একটি ঘরের দৈর্ঘ্য ১৫ মিটার, প্রস্থ ১২ মিটার এবং ঘরের চারপাশে ২ মিটার চওড়া একটি বারান্দা আছে। বারান্দাসহ ঘরের ক্ষেত্রফল কত?