রহিম সাহেব তার ৫৬,০০০ টাকার কিছু অংশ বার্ষিক ১২% মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক ১০% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তিনি মোট ৬,৪০০ টাকা মুনাফা পেলেন । তিনি ১২% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন?
একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য বই তৈরি ব্যয়ের ৮০%। বাকী মূল্য সরকার ভর্তুকী দিয়ে থাকে। প্রতি বইয়ে সরকার কতটাকা ভর্তুকী দেন?
যদি ডালের মূল্য ১২১২% বৃদ্ধি পায়, তবে ডালের ব্যবহার শতকরা কত কমালে ডাল বাবদ কোন খরচ বৃদ্ধি পাবে না?
কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত?
কোন আসল ৩ বছরে মুনাফা আসলে ১,৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা আসলে ১,৮৩০ টাকা হয়। আসল ও মুনাফার হার কত?