y = 3x সরলরেখা, x অক্ষ এবং কোটি x = 2 দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।
THESIS শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবারে 4টি অক্ষরে মোট সমাবেশ সংখ্যা কত?
পরমমান চিহ্ন ব্যবহার করে - 8 < x < 6 কে প্রকাশ কর।
y=x3-3x2-1 বক্র রেখায় (1,3) বিন্দুতে অংকিত স্পর্শকের ঢাল কত?
একটি ট্রেন। সেকেন্ডে 5t+12t2 ফুট দূরত্ব অতিক্রম করে। 2 সেকেন্ড পর ট্রেনটির বেগ (ফুট/সেকেন্ড) কত হবে?
y=x2-xy বক্র রেখার 1,12 বিন্দুতে স্পর্শকের ঢাল কত?
y = cos x + sin x হলে y' = ?
y=ex+e-x এর আনুভূমিক স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
sinx এর সাপেক্ষে sin 2x এর অন্তরক হবে-
px+qy + c = 0 হলে, dydx এর মান কত?
y = cosx এবং z = sinx হলে, dy dx = কত ?
x=at2 এবং y = 2at হলে, dydx = ?
i395=?
i+-i=?
x2+2x+1=0 সমীকরণের মূলের প্রকৃতি কী?
ω500=?
px2+qx+1=0 ও x2+px+1=0 সমীকরণদ্বয়ের একটি মূল সাধারণ হওয়ার শর্ত কি?
P + q - 1 = 0
q + 1 - p = 0
p - q - 1 = 0
1 - p - q = 0
- 8 - 6-1 এর বর্গমূল কত হবে?
এককের কাল্পনিক ঘনমূলদ্বয় একটি অন্যটির কিসের সমান?
6 একক ভূমির দৈর্ঘ্য এবং 4 একক উচ্চতা বিশিষ্ট পিরামিডের। আয়তন কত?