∫10x31+3x4−−−−−−√dx=?
প্লাটিনামের কার্য অপেক্ষক 6.2eV হলে এর সূচক কম্পাঙ্ক কত Hz ?
x2/2+y2/3=1 উপবৃত্তীয় ক্ষেত্রের যে অংশ ধনাত্বক বৃহৎ অক্ষ ও ক্ষুদ্র অক্ষ দ্বারা বেষ্টিত তার ক্ষেত্রফল কত বর্গ একক ?
অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর উপর যে বিন্দুতে বল ক্রিয়াশীল ঐ বিন্দুর অবস্থান ভেক্টর ও প্রযুক্ত বলের গুণফলকে বলা হয়-
x² + y² - 4x + 6y - 36 = 0 এবং x² + y² -5x + 8y - 43 = 0 বৃত্তদ্বয়ের সাধারন জ্যা এর দৈর্ঘ্য কত একক ?
নিচের কোনটির কার্শফের ১ম সূত্র কে নির্দেশ করে-
x + 1/x এর লঘুমান ও গুরুমান নিম্নের কোন সম্পর্কটিকে সিদ্ধ করে ?
একটি অ্যামপ্লিফায়ার হতে নিঃসৃত শব্দের ক্ষমতা 40mW হতে 80mW এ পরিবর্তিত হলে শব্দের তীব্রতা লেভেলের পরিবর্তন কত?
│3x + 2 │< 7 এর সমাধান কোনটি ?
নিচের কোনটি শক্তির নিত্যতার সূত্র মেনে চলে?
x = pt² , y = 2pt পরিমিতিক সমীকরণ দ্বারা সূচিত কনিক -
ফোটনের নিশ্চল ভর-
0.1kg ভর বিশিষ্ট একটি পাথর খন্ড 0.8m দৈর্ঘ্যের সুতার ভর এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে ঘুরানো হলো। পাথর খন্ডটি প্রতি সেকেন্ডে 2 বার আবর্তন করলে সুতার টান কত?
কোট্যানজেন্ট ফাংশনের মৌলিক পর্যায় কত ?
3x + 7y = 21 এবং 2ax - 3by + 6 = 0 সমীকরণদ্বয় একই সরলরেখা সূচিত করলে a এবং b এর মান হবে যথাক্রমে -
x² + y² - 2ax = 0 সমীকরণটির পোলার সমীকরন হবে
তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত?
1−x/1+x এর বিস্তৃতিতে x⁹ এর সহগ কোনটি ?
সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত ?
ধার যাক, α-কণা, β-কণা, এবং γ-রশ্মির প্রত্যেকটি শক্তি 0.5 MeV। ভেদন ক্ষমতার ক্রম বৃদ্ধি অনুসারে বিকিরণ গুলোকে সাজানো যায়-