(0.1)10 এর কোন মানটি সঠিক?
দশমিক 45 সংখ্যাটির দ্বিমিক সংখ্যা?
যদি P4n=14 P3n-2 হয়, n -এর মান কত?
যদি 5x + 13 = 31 হয়, 5x+31=?
2A=3B = 4C হলে, A:B:C কত হবে?
- 6 < x < 2 কে পরম মান চিহ্ন ব্যবহার করে প্রকাশ কর।
s=t3-2t2+t-7;t=-1 হলে, dsdt এর মান নির্ণয় কর।
∫tanx dx নির্ণয় কর।
y2=4x পরাবৃত্ত এবং y = x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।
সরলরেখার সমীকরণ নির্ণয় কর যখন মূলবিন্দু এবং (-4, 4) বিন্দু দিয়ে যায়।
12টি দ্রব্যের ক্রয়মূল্য 9টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
একটি ঘনকের প্রত্যেক বাহুকে দ্বিগুণ করা হলে সেটার আয়তন কত হবে?
7 টি ধারাবাহিক সংখ্যার গড় 33 হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
210 এবং 220 এর গড় কত?
sinθ + cosθ = 1 হলে, θ =?
2i এর বর্গমূল কত?
যদি y =cos 2x তবেdydx=?
যদি y= sin-1x হয় তবে y1y2 এর মান কোনটি?
c-এর মান কত হলে মূলবিন্দুতে y = cx(1 + x) বক্ররেখার স্পর্শক x-অক্ষের সাথে 30০ কোণ উৎপন্ন করবে?
∫0π2cosx1+sin2xdx এর মান কোনটি?