একটি তরঙ্গের সমীকরন Y = 15sin (10x - 20t ) দিয়ে নির্দেশিত হলে তরঙ্গটির বেগ কত একক ?
পানির ছোট ফোটা পানির যে গুনের জন্য গোলাকৃতি হয় -
“মহাকর্ষীয় জল' বলা হয় কোন পানিকে? .
পৃথিবীর নিজ কক্ষপথে একবার ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় কত?
ভুমিকম্পের উৎপত্তিস্থলকে কি বলা হয় ?
A এক অবস্থান B এর ৪ মাইল দক্ষিণে এবং C এর অবস্থান A এর 6 মাইল পশ্চিমে | C এবং B এর মধ্যে দূরত্ব কত?
আজম প্রতি ঘন্টায় ১৫.৬ কি.মি বেগে দৌড়ায় । সে ২ মিনিটে দৌড়াবে -
2:3 অনুপাতের পূর্ব রাশি হতে যে সংখ্যা বিয়োগ করলে অনুপাতটি 5:1 হবে
0°C তাপমাত্রার 1 kg বরফকে 100°C তাপমাত্রার পানিতে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে? বরফ গলনের সুপ্ততাপ 3.36×104J/kg এবং পানির আপেক্ষিক তাপ 4200J /kg-K
একটি তারের দৈর্ঘ্য 2 m এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1mm2। তারটির প্রান্তে 20 N বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি কত?
আদর্শ তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট আয়তনের শুষ্ক গ্যাসকে (i) সমোষ্ণ অবস্থায়, এবং (ii) রচদ্ধতাপ অবস্থায় তিনগুণ আয়তনে প্রসারিত হতে দেয়া হল। প্রতিক্ষেত্রে চূড়ান্ত চাপ কত হবে নির্ণয় কর। (γ=1.4 )
সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত?
কোনটি পৃথিবীর ভরের সঠিক সূত্র?
একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় কর ।
0.25 cm ব্যাস বিশিষ্ট একটি স্টীল ও একটি ব্রাসের তিার প্রদত্ত চিত্র অনুযায়ী ভার বহন করছে। উক্ত ভরের জন্য স্টীল ও ব্রাসের তারের সম্প্রসারন নির্ণয় কর। স্টীল এবং ব্রাস এর ইয়ং গুণাঙ্ক যথাক্রমে Es=200×109N/m2 এবং Eb=120×109 N/m2
একটি ট্রেন 22.5 m/sec গতিবেগ নিয়ে যাত্রা করে 10 sec এ 325m গেল । এর ত্বরণ কত?
শ্রোতা যদি উৎসের দিকে শব্দের বেগে অগ্রসর হয় তাহলে শ্রুত শব্দের কম্পাঙ্ক ।
a এর কোন মানের জন্য ভেক্টর দ্বয় 2i⏜+aj⏜+k⏜ এবং 4i⏜-2j⏜-2k⏜ পরস্পর লম্ব?
কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাওয়া যাবে?
একজন চালক তার গাড়ী S=1/2t2+20t সূত্রানূসারে চালাতে আরম্ভ করল।3মিনিট পর তার গাড়ির অতিক্রান্ত দূরত্ব এবং প্রাপ্ত বেগ কত হবে ?