কোন স্প্রিং এর এক প্রান্তে m ভরের একটি বস্তু ঝুলালে এটি 6 m প্রসারিত হয়। বস্তুটিকে এর পর টেনে ছেড়ে দিলে এর পর্যায়কাল কত হবে?
কোন একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 25.6 % বাড়লে এর দোলনকাল কত হবে?
কোন স্থানের ভূ-চৌম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ এর মান 31μT এবং বিনিত 30°। সোখানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পূর্ণ মান কত?
5 x 1014 Hz কম্পাংকের বিকিরণ কোন ধাতবপৃষ্ঠে আপতিত হলে সর্বোচ্চ 2.6 x 10-19 J শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হয়। ঐ ধাতুর সূচন কম্পাংক কত?
মসৃণ পুলির উপর দিয়ে অতিক্রান্ত একটি সুতার এক প্রান্তে আটকানো 9 kg ভরের একটি বস্তু 6 kg ভরের একটি বস্তুকে টেনে উপরে তুলছে। বস্তু দুইটির সাধারন ত্বরণ হবে-
বল প্রয়োগের ফলে একটি তারের দৈর্ঘ্য 1% পরিবর্তন হলে, এর ব্যাস শতকরা কত ভাগ পরিবর্তন হবে? পয়সনের অনুপাত 0.2
যদি কোন কনার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি একটি বলের উপর লম্ব এবং এর মান অপরটির মানের এক-তৃতীয়াংশের সমান হয়, তবে বলদ্বয়ের মানের অনুপাত হবে-
36 kg ভরের একটি বস্তুর উপর কি পরিমান বল প্রয়োগ করলে এক মিনিটে এর বেগ ঘন্টায় 15 km বৃদ্ধি পাবে?
2i–3k, i+j+k ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হবে:
স্থিরাবস্থা থেকে একটি বাসকে 3m/sec2 সমত্বরনণ চলতে দেখে বাসটিকে ধরার উদ্দেশ্যে একজন লোক বাসের পেছনে কিছদূর থেকে 12m/sec সমবেগে দৌড়াতে আড়ম্ভ করে । বাস থেকে লোকটি সর্বোচ্চ কত দূরে থকলে বাসটিকে ধরতে পারবে?
দুটি নৌকা প্রত্যেকে 5 km/h বেগে চলে 3 km/h বেগে প্রবাহিত 550 m চওড়া একটি নদী পাড়ি দিতে চায়। একটি নৌকা নুন্যতম পথে ও অপরটি নুন্যতম সময়ে নদীটি পাড়ি দেয়। তারা একই সময়ে যাত্রা করলে তাদের অপর পাড়ে পৌঁছানোর সময়ের পার্থক্য নির্ণয় কর।
3kg ভরের বস্তুর উপর একটি বল ক্রিয়াশীল আছে। বস্তুটির অবস্থান সমীকরন x=3t-4t2+t3, যেখানে x এর মান মিটারে এবং t এর মান সেকেন্ডে । t=0 হতে t=4 সেকেন্ড সময়ে বলটি দিয়ে বস্তুর উপর কৃতকাজের পরিমাণ নির্ণয় কর।
চিত্রে প্রদর্শিত বৈদ্যুতিক বর্তনীর অংশটুকু সাম্যবস্থায় রয়েছে এবং রোধগুলোর মধ্যে ডিসি কারেন্ট প্রবাহিত হচ্ছে। ধারক G= 4μF এর মধ্যে সঞ্চিত শক্তি নির্ণয় কর।
একটি 10 cm দীর্ঘ সরল পরিবাহকের মধ্য দিয়ে +x দিকে 10A, প্রবাহিত হচ্ছে। পরিবাহকটি +x দিকে 0.1 T চৌম্বক ক্ষেত্রে থেকে থাকলে পরিবাহকটির উপর বলের মান ও দিক কত?
একটি মোটর গাড়ির হর্ণ দিয়ে 100 Hz কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করতে করতে একজন স্থির পর্যবেক্ষকের নিকট হতে একটি স্থির দেয়ালের দিকে 36 kmhr-1 বেগে চলছে। পর্যবেক্ষক প্রতি সেকেন্ডে কতগুলো স্বরকম্প গুনতে পাবে? [ বাতাসে শব্দের বেগ =332 ms-1 ]
0.5g ভরের একটি জৈব যৌগ দহনের পর 0.9g CO2 ও H2O উৎপন্ন হয়।এতে O এর শতকরা পরিমান কত।
সূর্যপৃষ্ঠ নিঃসৃত সর্বাধিক শক্তির তরঙ্গ দৈর্ঘ্যর মান 4753A ° হলে এর পৃস্টের তাপমাত্রা নির্নয় কর। [wien's ধ্রুবক =2.88×10-3 mk]
10kg একটি ভরের বস্তুু 9.81উচ্চতা হতে পতিত হয়ে মাটির মধ্যে 1.962 মিটার প্রবেশ করে সুস্থির হয়ে। মাটির প্রতিরোধ বলের মান কত?
একটি কোণকের উচ্চতা সর্বদা তার ভূমির ব্যাসার্ধের সমান থাকে। যদি তার ভূমির ব্যাস বৃ্দ্ধির হার 7mm sec-1 হয় তবে 16mm ব্যাস থাকা অবস্থায় তার আয়তন বৃদ্ধির আনুমানিক হার হবে-
“a” এর মান কত হলে ai⇀ -2j→ + k → এবং 2ai→ – aj→ –4k→ ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে?