পয়েন্টিং ভেক্টরের একক কি?
একটি তাপ ইঞ্জিনের দক্ষতা 80% এবং গ্রাহকের তাপমাত্রা 127∘ হলে,উৎসের তাপমাত্রা কত?
উত্তল লেন্সে বস্তু অসীম দূরত্বে অবস্থিত হলে বিম্বের প্রকৃতি কেমন হবে?
স্বাভাবিক কথোপকথনের তীব্রতা লেভেল হলো-
অবক্ষয় ধ্রুবকের একক কি?
একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর ভোল্টেজ 10V এবং তড়িৎ প্রবাহ 4A।গৌন কুন্ডলীর ভোল্টেজ 20V হলে,এতে তড়িৎ প্রবাহ কত?
একটি নভো দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দূরত্ব 4m ।অসীম দূরত্বে ফোকাসিং এর জন্য বিবর্ধন 100 হলে অভিনেত্রের ফোকাস দূরত্ব কত?
27∘ তাপমাত্রায় 2gm নাইট্রোজেন গ্যাসের মোট শক্তি কত?
একটি কার্নো ইঞ্জিনের 127 ডিগ্রী সেন্টিগ্রেড এবং 27 ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে কর্মরত অবস্থায় কর্মদক্ষতা হবে -
কোনটি যান্ত্রিক তরঙ্গ -
একটি নিস্পন্দ বিন্দু এবং পরবর্তী সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব হল-
যদি দুটি শব্দ তরঙ্গের মধ্যে কম্পাংকের অনুপাত 2: 3 হয়, তাহলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হবে -
কোনটি সবচেয়ে দুর্বল বল ?
500 গ্রাম ভর এবং 10 সে. মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সলিড সিলন্ডারের অক্ষ বরাবর জড়তার মোমেন্ট হয় -
একটি পাথরকে চাঁদ থেকে পৃথিবীর পৃষ্ঠে আনা হলে কি পরিবর্তন হবে -
R পৃথিবীর ব্যাসার্ধ হলে, ভূ-পৃষ্ঠ হতে কত উচ্চতায় g এর মান শূন্য হবে?
সেলসিয়াস স্কেলে মৌলিক ব্যবধানকে সমান কত ভাগে বিভক্ত করা হয়?
কাজের একক কী?
কোন তাপমাত্রা সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে এক হয়?
পৃথিবী পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান কত?