A ও B দুইটি সমান্তরাল পাত ধারক। উভয় ধারকে প্রতিটি পাতের ক্ষেত্রফল 1.5 m2 এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.015 m। ধারক দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত µF পাওয়া যাবে? (∈০ =8.8×10-12 F/m)
সমান্তরাল সমবায়ে যুক্ত 3 Ω এবং 2Ω মানের দুইটি রোধকে একটি অজানা ভোল্টের কোষের সঙ্গে যুক্ত করলে তড়িৎ প্রবাহের মান 5 A পাওয়া গেল। রোধ দুইটি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে কত A তড়িৎ প্রবাহ পাওয়া যেত?
একই উপাদানে তৈরী দুইটি রোধ A ও B। তাদের দৈর্ঘের অনুপাত 2:1 এবং ব্যাসের অনুপাত 4:1 হলে তাদের রোধের অনুপাত কত হবে?
কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়?
একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে এর দোলনকাল-
পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কতগুণ বৃদ্ধি করতে হবে?
একটি ট্রানজিস্টর রেডিও 9V ব্যাটারি দ্বারা 10 mW এ চলে। রেডিওটির মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়?
একটি গাড়ি বৃত্তাকার পথে কেন্দ্রমুখী ত্বরণ 2ms-2 এবং বেগ 20ms-1 এ চলে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত?
স্থির তরঙ্গের পরপর দুটি নিঃস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত?
বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোন পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে কত রোধ হবে?
একটি পরিবাহীর রোধ 25Ω । এর মধ্য দিয়ে 1 A বিদ্যুৎ 5 মিনিট প্রবাহিত হলে কত ক্যালরি তাপ উৎপন্ন হয়?
P-টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে কোন অপদ্রব্য মিশাতে হবে?
কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়?
নিচের কোন বৈশিষ্ট্যের দ্বারা আড় তরঙ্গ চেনা যাবে?
আমাদের কানে সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পাই তার তীব্রতা কত?
একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 1000 cm হলে লেন্সটির ক্ষমতা কত?
সূর্য কোন প্রক্রিয়া হতে শক্তি পায়?
স্থিরাবস্থা থেকে 30 kg ভরবিশিষ্ট কোন বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 3 সেকেন্ড পর 15ms-1 বেগ অর্জন করে। বলটির পরিমাণ কত?
একটি অ্যাম্পিফায়ার থেকে নিঃসৃত শব্দের তীব্রতা 10 mW থেকে 20 mW এ পরিবর্তিত হলে তীব্রতা লেভেলের কত পরিবর্তন হবে?
আহিত বস্তুর কোথায় সবচেয়ে বেশি আধান থাকে?