12 মিটার দৈর্ঘ্যের সুষম একটি বীম AB এর ওজন 50 কেজি, যার A ও B প্রান্তে যথাক্রমে 15 কেজি ও 35 কেজি ওজন ঝুলানো। A প্রান্ত হতে কত দুরত্বে শুধু একটিমাত্র অবলম্বন স্থাপন করলে ব্যবস্থাটি সুস্থিত থাকবে?
কোন কুন্ডলীতে 4সেকেন্ডে সময়ে তড়িৎ প্রবাহ 1A থেকে 10A এ পরিবর্তিত হওয়ার দরুণ ঐ কুন্ডলীতে 120V তড়িৎচ্চালক শক্তি আবিষ্ঠ হয়। কুন্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক কত?
12Zn(-0.76V) এবং Fe2+(-0.41V) তড়িৎদ্বারদ্বয় দ্বারা গঠিত গ্যালভানিক emf হবে-
সমবেগে খাড়া উরধগামী একটি বিমান হতে একটি বোমা ছেড়ে দেওয়ার 10 second পর মাটিতে পড়ে। মাটিতে বোমাটি আঘাত করার মুহূর্তে বিমানটি যে উচ্চতায় পৌছায় তা হলো-
একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের দূরত্ব যথাক্রমে 2.5 cm ও 5.6 cm । স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব গঠিত কোনাে লক্ষ্যবস্তুর চুড়ান্ত বিম্বকে 6.25cm লম্বা মনে হলাে। বস্তুটির আসল দৈর্ঘ্য কত? [যন্ত্রের নলের দৈর্ঘ্য 25cm]
অনুভূমিক দিকে এবং অনুভূমিকের সাথে 30° কোণে ক্রিয়াশীল দু'টি বল 5 একক ওজনের বস্তুকে স্থিরভাবে ধরে রাখে। বল দু'টির মান কত?
দুটি ফোটন পরস্পর বিপরীত দিকে চলছে। একটির আরেকটি সাপেক্ষে আপেক্ষিক বেগ কত?
খাড়া উপরের উপরের দিকে উঠন্ত একটি বেলুনে অবস্থানরত একজন নভােচারীর হাতে 5 lb ভরের একটি বস্তু 85 oz-wt চাপ সৃষ্টি করে। প্রথম 10 sec এ বেলুনটি কত উপরে উঠতে পারবে?
1 cm প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার তারকে টেনে দ্বিগুণ দৈর্ঘ্য করতে বলের প্রয়ােজন হবে- [Y = 2 x 1011 N/m2]
একটি স্তম্ভের শীর্ষ হতে 19.5 m/sec বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত কোন কণা 5 secords পরে স্তম্ভের পাদদেশে পতিত হল। স্তম্ভটির উচ্চতা কত?
বরফ মাধ্যমে আলাের বেগ 2.3×108ms-1 বাতাসের সাপেক্ষে বরফের সংকট কোণ হবে-
একটি ঘরের এক কোণে স্থির বাতাসে ছাড়া সুগন্ধি ঘরের সমস্ত জায়গায় পড়ে। পদ্ধতিটির নাম-
A man walks towards the north a distance of 10 km at rate of 5 km per hour and then walks towards the west a distance of 12 km in 3hours. What is the average velocity of the man?
এক টুকরা প্লাস্টিকের মধ্যে আলোর গতিবেগ 2.0×108ms-1 প্লাস্টিকের পরম প্রতিসরাংক কত হবে?
1.5 প্রতিসরাংকের একটি কাঁচ খন্ডের মধ্য দিয়ে আলো ভেদ করতে সময় লাগে 10-9 সেকেন্ড। কাঁচ খন্ডের পুরুত্ব হবে-
20°C এবং 100°C তাপমাত্রাদ্বয়ের মধ্যে কার্যরত একটি কার্ণো ইঞ্জিনের দক্ষতা হবে:
1.0 মোল কে তড়িৎ বিশ্লেষণ করতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন?
B →= 2i^ -2j^+k^ ভেক্টরের উপর A→ = 6i^+3j^+ 2k^ ভেক্টরের অভিক্ষেপ কত?
সার্কাস খেলায় একটি 1200m/মিনিট বেগে একটি বৃত্তাকার পথে ঘুরছে। ও বৃত্তাকার পথের ব্যাসার্ধ 200m হলে, বাইকটির কৌণিক বেগ কত ছিল?
একটি কণার উপর F→=-2i+3j+4k নিউটন বল প্রয়োগের ফলে কণাটি (3,-4,-2) বিন্দু থেকে (-2,3,5) বিন্দুতে স্থানান্তরিত হয়। বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমান নির্ণয় কর।