যদি একটি বস্তু 9.8 m/sec বেশে 30 ডিগ্রী কোণে 9.8 মিটার উঁচু বাড়ির ছাদের উপর থেকে নিক্ষেপ করা হলো। বিল্ডিংটি থেকে কতদূরে বস্তুটি ভূমিতে পড়বে?
বহুতল বিশিষ্ট একটি দালানের ছাদের কিনার থেকে একটি পাথর ছেড়ে দিলে পাথরটি ভূমিতে পড়ার 2 সেকেন্ড পূর্বে দালানের ছাদ থেকে 58.8m নিচে নেমে আসে। দালানের উচ্চতা কত?
একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 327∘ ও 127∘ ইঞ্জিনটি তাপ উত্স থেকে 1500J তাপ গ্রহণ করে কিন্তু তাপ কাজে রূপান্তরিত করে এবং অবশিষ্ট তাপ গ্রাহকে বর্জন করে। বর্জিত তাপের পরিমাণ কত (J)?
3i^+4j^NC-1 বৈদ্যুতিক ক্ষেত্রে একটি α কণার ত্বরণের মান কত ms-2?
একটি কৌশিক নলের এক প্রাপ্ত খাড়াভাবে পানিতে নিমজ্জিত করলে পানি নলের ভেতর আরোহন করে। নলের ব্যাসার্ধ r এবং আরোহিত পানির উচ্চতা h ( যখন r << h) এ দুইটির মধ্যে সম্পর্ক হচ্ছে-
ভেক্টর B→=2i^-3j^+k^ বরাবর ভেক্টর A→=-i^-2k^ এর উপাংশ কত?
বেগ-সময় লেখচিত্র অনুযায়ী 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত m?
৬৮
78
88
৯৮
১০৮
অবতল দর্পনের ক্ষেত্রে 2f<u<∞ হলে, নিচের কোনটি সঠিক?
220Ω রোধের ৪র্থ রূপালী হলে এর আসল মান-
একটি সেকেন্ড গোলকের কার্যকর দৈর্ঘ্য-
পৃথিবীর ব্যাসার্ধ্য R হলে ভূ-পৃষ্ঠ থেকে কত উচ্চতায় g-এর মান শূন্য হবে?
মাত্রাবিহীন রাশি-
একটি স্থির তরঙ্গের পাশাপাশি দু’টি সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব-
কোন পরিবর্তী উৎসের তড়িচ্চালক শক্তির সর্বোচ্চ মান 100 V হলে কার্যকর মান-
একটি দেওয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 18 cm হলে প্রান্তে রৈখিক বেগ-
কোন ধাতুর কার্যক্ষেপ 4.14 eV হলে এর সূচন কম্পাঙ্ক-
p এর মান কত হলে A→=2i^+2j^-2k^ এবং B→=pi^+3j^+4k^ পরস্পর লম্ব?
একটি নিঃসরণ সমতল গ্রেটিং 8×10-7m তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোর প্রথমক্রম 30∘ অপবর্তন কোণ উৎপন্ন করে। গ্রেটিং এ প্রতি মিটারে রেখার সংখ্যা কত?
h উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে?
কোন স্থানের ভূ-চৌম্বক ক্ষেত্রের মান 40μT এবং বিনীত 30∘ । ঐ স্থানের ভূ-চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান-