তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধ-পরিবাহীর রোধ(Resistivity)-
একটি সনোমিটারের তার 200 কম্পাঙ্ক যুক্ত একটি টিউনিং ফরকের সাথে ঐক্যতানে থাকে। তাবের টান ঠিক রেখে সনোমিটারের তারের দৈর্ঘ্য 1% বাড়ালে প্রতি সেকেন্ডে কয়টি বীট শোনা যাবে?
নিচের কোনটি হল ভোল্টেজের ব্যবহার 2
একটি বাজারে উপস্থিত মানুষের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেলে, শব্দের তীব্রতা কতটক বৃদ্ধি পাবে?
নিচের কোনটি দ্বারা ডোপিং করলে p-type অর্ধপরিবাহী পাওয়া যাবে না?
একটি বস্তুকে 30 মিটার উঁচু কোন কোন বিল্ডিং এর ছাঁদ থেকে ভূমির সমান্তরালে 10ms-1 বেগে নিক্ষেপ করা হল। বস্তুটি কতক্ষণ পর মাটিতে আঘাত করবে?
1000 পাক বিশিষ্ট কোন কয়েলের ভেতর দিয়ে 2.5 A তড়িৎ প্রবাহিত হয়ে 0.5×10-3 ওয়েবার ফ্লাক্স উৎপন্ন করে। কয়েলের স্বকীয় আবেশ গুণাংক কত?
দুটি চার্জিত বস্তু পরস্পরের সাথে সংযুক্ত করলে চার্জের প্রবাহ কোনদিকে হবে তা কোন বিষয়ের উপর নির্ভর করে?
10°C তাপমাত্রার 5 kg পানিকে 100°C তাপমাত্রায় উন্নীত করতে এনট্রপির পরিবর্তন কত হবে?
একটি ট্রান্সফরমারে 100 V সরবরাহ করলে 4 A তড়িৎ প্রবাহ সরবহরাহ করতে পারে। এর মুখ্য ও গৌণ কুন্ডুলীর পাক সংখ্যার অনুপাত । : 20 হলে মুখ্য কুন্ডুলীতে তড়িৎ প্রবাহ কত?
1 mm ব্যাসের একটি কৈশিক নল 4°C তাপমাত্রার বিশুদ্ধ পানির মধ্যে ডুবানো হলে নলের ভিতর পানির উচ্চতা হয় 3 cm। পানির পৃষ্ঠটান কত?
সরল দোলকের একটি পরীক্ষায় কোনো স্থানের অভিকর্ষজ ত্বরণ 10 ms-2 পাওয়া গেলে শতকরা ত্রুটি কত? ঐ স্থানে অভিকর্ষজ তুরণের প্রকৃতমান 9.81 ms-2 |
3 মিটার গভীর একটি পুকুরের তলদেশ প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখা যাবে? (পানির প্রতিসরাঙ্ক =1.33)
একটি ভ্যাকুয়াম ক্লিনার ও একটি টিভির তীব্রতা লেভেল যথাক্রমে 86 dB এবং 84 dB। এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল কত? প্রমাণ তীব্রতা I0=10-12Wm-2 ।
60 kg ভরের একজন লোক প্রতিটি 15 cm উঁচু 40 টি সিড়ি 20s এ উঠতে পারে। লোকটির অশ্বক্ষমতা-
সরল ছন্দিত গতিতে চলমান গতিতে একটি বস্তুর মোট শক্তি E, কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে বিস্তার দ্বিগুণ করলে সরল ছন্দিত গতিতে চলমান বস্তুটির মোট গতিশক্তি কত হবে?
একটি কার্নো ইঞ্জিন বাষ্প বিন্দু ও বরফ বিন্দুর মধ্যে কাজ করলে এর দক্ষতা কত?
5 একক উচ্চতার একজন ব্যাক্তি z=10sin2πx আফ ধরে X- অক্ষ বরাবর মূলবিন্দু ন্যূনতম কত দূরত্ব গেলে বিস্তার ও লোকটির উচ্চতা সমান হবে?
একটি বাল্ব হতে 630 nm তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলো বিকিরণ হচ্ছে। নির্গত ফোটনের শক্তি কত V?
একটি পাম্প ভূমির সাথে 30° কোণ করে 20m লম্বা পাইপ দিয়ে ঘণ্টায় 36000 kg পানি উপরে উঠায়। পাম্পটির ক্ষমতা কত? (g=9.8 ms-2)