একটি বস্তুকে 30 মিটার উঁচু কোন কোন বিল্ডিং এর ছাঁদ থেকে ভূমির সমান্তরালে 10ms-1 বেগে নিক্ষেপ করা হল। বস্তুটি কতক্ষণ পর মাটিতে আঘাত করবে?
1000 পাক বিশিষ্ট কোন কয়েলের ভেতর দিয়ে 2.5 A তড়িৎ প্রবাহিত হয়ে 0.5×10-3 ওয়েবার ফ্লাক্স উৎপন্ন করে। কয়েলের স্বকীয় আবেশ গুণাংক কত?
সরল দোলকের একটি পরীক্ষায় কোনো স্থানের অভিকর্ষজ ত্বরণ 10 ms-2 পাওয়া গেলে শতকরা ত্রুটি কত? ঐ স্থানে অভিকর্ষজ তুরণের প্রকৃতমান 9.81 ms-2 |
একটি ভ্যাকুয়াম ক্লিনার ও একটি টিভির তীব্রতা লেভেল যথাক্রমে 86 dB এবং 84 dB। এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল কত? প্রমাণ তীব্রতা I0=10-12Wm-2 ।
5 একক উচ্চতার একজন ব্যাক্তি z=10sin2πx আফ ধরে X- অক্ষ বরাবর মূলবিন্দু ন্যূনতম কত দূরত্ব গেলে বিস্তার ও লোকটির উচ্চতা সমান হবে?
একটি পাম্প ভূমির সাথে 30° কোণ করে 20m লম্বা পাইপ দিয়ে ঘণ্টায় 36000 kg পানি উপরে উঠায়। পাম্পটির ক্ষমতা কত? (g=9.8 ms-2)