তড়িৎচুম্বকীয় বর্ণালিতে (electromagnetic spectrum) নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
একই সময় পৃথিবীর সর্বত্র হঠাৎ একসাথে দ্রুত ও অনিয়মিতভাবে সকল চৌম্বক উপাদানগুলোর মানের ব্যাপক পরিবর্তন ঘটতে দেখা যায়। একে কি বলে?
একটি গাড়ি নির্দিষ্ট বেগে সোজা উত্তর দিকে 15 সেকেন্ড 45m গেল এবং একই বেগে সোজা দক্ষিণ দিকে 5 সেকেন্ড 15m ফিরে এলো। এই গাড়িটির গড়বেগ কত?
A→=i^+2j^−2k^, এবং B→=3i^+j^+k^ হলে তাদের লব্ধির মান কত?
একটি দ্রাবকে তিনটি পদার্থের দ্রাব্যতা ১২, ২৫ ও ৩২, কোন পদ্ধতিতে এই তিনটি পদার্থকে পৃথক করা যাবে?
হাতঘড়ির কাঁটার কৌণিক বেগ ঘন্টার কাটার জন্য-
ধরা যাক, অভিকর্ষজ ত্বরণের মান 10 ms-2। ভূপৃষ্ঠ হতে 5m উপর থেকে একটি বস্তুকে নিচে পড়তে দিলে ভূমি স্পর্শ করার মূহূর্তে তার বেগ কত ms-1?
4 kg ভরের একটি বস্তু খাড়া নিচের দিকে পড়ছে। বাতাসের বাধা 6.2N হলে বস্তুটির ত্বরণ কত ms-2 ?
f ফোকাস দুরত্বের দুটি উত্তল লেন্স পরস্পর সংস্পর্শে রাখলে তুল্য ফোকাস দুরত্ব কত?
কাচ মাধ্যমে কোন বর্ণের আলোর বেগ সর্বনিম্ন?
20kg ভরের কণার বেগ 4i^+5j^+6k^ms-1 হলে এর গতিশক্তি কত জুল?
একটি রেডিও আইসোটোপ-এর অর্ধায়ু 5 দিন হলে, গড় আয়ু কত দিন?
“প্লাজমা” পদার্থের কোন ধরনের অবস্থা?
খুব উচ্চ ফ্রিকোয়েন্সির ধারক কী হিসেবে কাজ করে?
বিটা ক্ষয়- এর সাথে কোন চার্জহীন কণা নির্গত হয়?
একটি কর্নো ইঞ্জিন 427∘ তাপমাত্রায় তাপ গ্রহণ করে এবং 77∘ তাপমাত্রায় তাপ বর্জন করে। ইঞ্জিন প্রতি চক্রে 1 Kcal তাপ গ্রহণ করলে, প্রতি চক্রে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় কর।
P-কেন্দ্র বিশিষ্ট R ব্যাসার্ধের একপাক তার কুন্ডুলীর মধ্যে দিয়ে I-বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। যদি কুন্ডুলীর ব্যাসার্ধ অর্ধেক ও প্রবাহমাত্রা দ্বিগুণ করা হয়, তবে কেন্দ্রে চৌম্বকক্ষেত্রের মান কত গুণ হবে?
50 Hz কম্পাঙ্কের একটি এসি সিগনাল এর শূন্য থেকে শীর্ষ মানে পৌছাতে কত ms সময় লাগবে?
প্রদত্ত বর্তনীতে প্রতিটি রোধের মান 30Ω হলে A ও B প্রান্তের মধ্যে রোধ কত?
CGS system এ পরিবাহিতা (conductance) এর একক কি?
rad
ampere
ohm
Volt