একই সময় পৃথিবীর সর্বত্র হঠাৎ একসাথে দ্রুত ও অনিয়মিতভাবে সকল চৌম্বক উপাদানগুলোর মানের ব্যাপক পরিবর্তন ঘটতে দেখা যায়। একে কি বলে?
একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 25cm হলে লেন্সের ক্ষমতা কত?
E=mc2 বিশেষ আপেক্ষিকতা বিজ্ঞানী আলবার্ট আইন্সটাইন কত সালে সর্বপ্রথম তত্ত্বটি উপস্থাপন করেন?
একটি ট্রেন স্থির অবস্থান হতে 14ms−2 ত্বরণে চলতে আরম্ভ করল। একই সময়ে একটি গাড়ি 91ms−2 সমবেগের ট্রেনের সমান্তরালে চলা শুরু করল। ট্রেন গাড়ীটাকে কখন পিছনে ফেলবে?
একটি 4Kg ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। এর ফলে বন্ধটি 6s এ 30m/s বেগ প্রাপ্ত হয়। বলের মান কত?
কোন একটি রোধকের মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রায় তড়িৎ প্রবাহ চলছে। এর সাথে 120Ω রোধ শ্রেণিতে যুক্ত করলে প্রবাহমাত্রা পূর্বের প্রবাহের অর্ধেক হয়। রোধকের রোধ কত?