দুটি স্থানে অভিকর্ষজ ত্বরণের মান যথাক্রমে 9.8 ও 9.8ms-2 হলে, ঐ দুই স্থানে সেকেন্ডে দোলকের দৈর্ঘ্যের পার্থক্য কত হবে?
একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে 700 km উচ্চতায় বৃত্তাকার পথে ঘুরছে। এর আনুভূমিক বেগ নির্ণয় কর। [পৃথিবীর ব্যাসার্ধ= 6300 km এবং পৃথিবী পৃষ্ঠে g = 0=9.8 m /sec2]
p এর মান কত হলে ভেক্টর →v =(5x +2y)i^ + (2 py - z) j^ + (x-2z)→k সলিনয়ডাল হবে?
একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে 1.2% ভুল করলে, ঐ গোলকের আয়তনে শতকরা কত ভুল হবে?
দুটি ভেক্টরের স্কেরার গুনফল 18 এবং ভেক্টর গুনফলের মান 63 ভেক্টরদ্বয়ের মধ্যবর্তি কোণ কত?
বর্ষাকালে একদিন কলেজে যাওয়ার পথে শিউলি 10ms-1 বেগের বাতাস এবং 30ms-1 বেগে খাড়াভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে শিউলিকে উপরের সাথে কত কোণে ছাতা ধরতে হবে?
একটি রেডিও স্টেশন 300m তরঙ্গ দৈর্ঘ্যে অনুষ্ঠান প্রচার করে। এর কম্পাঙ্ক কত?
একটি বস্তুকে 60ms-1 বেগে এবং 30° কোণে নিক্ষেপ করা হলে বস্তুটি ভূমিতে আসতে কত সময় লাগবে-
একটি 5L বেলুনকে 25°C থেকে 50°C তাপমাত্রায় উত্তপ্ত করলে নতুন আয়তন কত হবে?
u বেগে α কোণে একটি প্রক্ষেপককে প্রক্ষেপ করা হলো। প্রক্ষেপটি কত উচ্চতায় অনুভূমিকভাবে চলবে?
নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ-
প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি-
একটি হীটার 220V সরবরাহ লাইন থেকে 0.2A প্রবাহ গ্রহণ করে। হীটারটি 60 ঘন্টা ব্যবহার করলে কি পরিমাণ শক্তি ব্যয় হয়?
একটি স্ক্র-গজ হতে সংখ্যা-সূচক পাঠ 0.0016 ± 0.00005 পাওয়া গেল কোন উক্তিটি সত্য?
কোনো পারবাহীর প্রস্থচ্ছেদ যদি দ্বিগুণ করা হয়, তাহলে রোধ হবে-
P=3i ^→ও Q→=-5i^হলে P → ও Q → ভেক্টরদ্বয়ের অনর্গত কোণ কোনটি?
কোনটি জৈব অভিব্যক্তির অন্যতম প্রমান?
ন্যানো পার্টিক্যালগুলোর মাত্রা হলো -
একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50 , ভোল্টেজ 200 V । এর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 100 হলে, ভোল্টেজ কত?
টেপ রেকর্ডারে চুম্বকের ব্যাপক ব্যবহার রয়েছে এবং কম্পিউটারে মেমরি টেপ হিসাবে ব্যবহৃত হয় -