কোন পদার্থ গ্যাসীয় অবস্থা হতে তরল অবস্থায় উপনীত হলে-
কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পাঠে পাওয়া যায় ?
একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে। এরূপ 25 টি তক্তা ভেদ করতে হলে এর বেগ কতগুণ হতে হবে?
কত কোণে নিক্ষেপ করলে একটি গ্লাসের অনুভূমিক পাল্লা তার সর্বাধিক উচ্চতার সমান হবে?
X অক্ষ বরাবর গতিশীল একটি বস্তুর ক্ষেত্রে X=3t2+2t2 হলে, 2sec পরে বস্তুটির ত্বরণ হবে-
সূর্যের অভিকর্ষজ ত্বরণ পৃথিবির ত্বরণের কত গুণ?
নীচের কোন জোড়া ফেরোচৌম্বক পদার্থের উদাহরণ?
12g গ্রাফাইট কারর্বনকে পোড়ালে কত KJ তাপ উৎপন্ন হবে?
বলে ক্রিয়ারেখার উপরিস্থিতি যে কোন বিন্দুর সর্ম্পকে উক্ত বলের ভ্রামক কোনটি ?
সালাম-ওয়াইনবার্গ-গ্ল্যাসু কোন দুটি বলকে একত্রীভূত করণে সমর্থ হয়েছেন?
একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 2.5 গুণ বৃদ্ধি হলে দোলনকাল কত?
কৃষ্ণ গহ্বরের আবিস্কারক কে?
সুষম বেগে চলমান একটি ট্রেন থেকে একটি পাথর খাড়া নিচের দিকে ফেলে দিলে লাইনের পাশে দাঁড়ানো ব্যক্তি পাথরটির গতি পথ কেমন দেখবে?
পৃষ্টটানের মাত্রা সমীকরণ কোনটি?
10 kg ভরের একটি বস্তুকে 50 N আনুভূমিক বলে একটি তলের উপর দিয়ে নেয়া হচ্ছে। বস্তুটির চলন্ত অবস্থায় ঘর্ষণ সহগ 0.50 । বস্তুটির ত্বরণ কত?
কোন একটি বস্তুকণার মোট শক্তি এর স্থিতাবস্থার শক্তি এর স্থিতাবস্থার শক্তির 3 গুণ হলে বস্তুকণাটির দ্রুতি বের কর।
গরু দ্বারা ধান মাড়াইয়ের সময় সর্বাধিক বেগে দৌড়াতে হয় - i . নিকটবর্তী গরুকে ii. দূরবর্তী গরুকে iii. সবগুলো সমান বেগে নিচের কোনটি সঠিক?
X অক্ষ বরাবর গতিশীল একটি বস্তুর ক্ষেত্রে X =4t3-t2 হলে 2 সেকেন্ড পরে বস্তুটির ত্বরণ হবে -
1g ভরের একটি বুলেট 1000m/s বেগে 1g ভরের একটি কাঠের টুকরো আঘাত করলো । বুলেটবিদ্ধ কাঠের টুকরোটির গতিবেগ কত হবে?
তুমি 50m ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ঘন্টায় 25km বেগে একটি সাইকেল চালালে সাইকেলটি উলম্বের সথে কতটুকু হেলে থাকবে?