ইউরেনাস কত সময়ে সূর্যকে একবার প্রদক্ষিণ করে?
পানি ও গ্লিসারিনের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33 ও 1. 47 এদের মধ্যকার সংকট কোণ হবে -
একটি বস্তুকে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি আর পৃথিবীতে ফেরত আসবে না ?
কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী?
কোন মাছটির তরুণাস্থি নির্মিত অন্তঃকঙ্কাল বিদ্যমান ?
দুটি চার্জের মধ্যে দূরত্ব পূর্বের চেয়ে অর্ধেক করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের অবস্থা -
ভূমি হতে খাড়া উপরের দিকে 19.6 মিটার/সে. বেগে নিক্ষিপ্ত একটি বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে?
নিচের কোনটি ভেক্টর রাশি নয়-
নিচের কোনটি ভেক্টর রাশি নয় -
ভেক্টর রাশির মান 10 একক হলে 60o কোণে তার উপাংশের মান কত?
একটি ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত ?
তড়িৎ চালক বল চরম হবে যখন আনত কোণ-
D-গ্লূকোজের D দ্বারা বুঝায়-
একটি সুষম তড়িৎক্ষেত্রে 25 সে.মি. ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু A ও B এর বিভব পার্থক্য 125 V । তড়িৎ ক্ষেত্রটির প্রাবল্য কত?
একটি প্রত্যাবর্তী ইঞ্জিন 167° C এবং 57° C তাপমাত্রায় কার্যকর হলে এর সর্বাধিক দক্ষতা কত?
0°C তাপমাত্রার 1 kg বরেফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত?
কোন কেলাসটি দ্বৈত প্রসারক কেলাস?
একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির তিনগুণ। বস্তুটির দ্রুতি বের কর?
কোন গ্রুপের যৌগটি বিশেষভাবে ফ্লেভারিং পদার্থ হিসেবে ব্যবহৃত হয়?
কোন মৌলটি 25° সে. ও 1 অ্যাটমেস্ফিয়ার চাপে গ্যাসীয় অবস্থায় থাকে?