রতন ব্রাহ্মণ সন্তান। সে ব্যবসা-বাণিজ্য করে। তাকে কোন বর্ণের লোক বলা যাবে?
বিশ্বামিত্র কোন বর্ণের রাজা ছিলেন?
বিশ্বামিত্র তপস্যার বলে কী লাভ করেছিলেন?
অনুকূল ঠাকুর ৭৫ বছর পরবর্তী ধর্মানুশীলনে আত্মনিয়োগ করলেন। এখানে অনুকূল ঠাকুর আশ্রমধর্মের কোন পর্যায়ে আছেন?
প্রাচীনকালে ঋষিগণ মানব জীবনকে কয়টি পর্যায়ে বিভক্ত করেন?
মানব জীবনের তৃতীয় স্তর হলো—
আশ্রমধর্ম কয় প্রকার?
ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চারটিকে একত্রে কী বলে ?
ব্রহ্মচর্য আশ্রমের ঠিক পরের আশ্রমের নাম কী?
চতুরাশ্রম বলতে কী বোঝায়?
মানুষের পূর্ণাঙ্গ জীবনকালকে কত বছর ধরা হয়?
লেখাপড়া শেখানো হয়. কোন আশ্রমে?
ছাত্র জীবন কোন আশ্রমের অন্তর্ভুক্ত?
মানুষের জীবদ্দশার প্রথম ২৫ বছরকে কী বলে?
ব্রহ্মচর্য আশ্রমের ব্যাপ্তিকাল কত বছর পর্যন্ত?
বিপীন বাবুর বয়স চল্লিশ বৎসর। তিনি চাকরি ও সংসার ধর্ম পালন করছেন। আশ্রম ধর্ম অনুযায়ী তিনি কোন স্তরে অবস্থান করছেন?
বিদ্যাশিক্ষা অর্জনে অবনিকান্ত তার ছেলেকে গুরুগৃহে পাঠালেন। আশ্রম ধর্মানুসারে অবনিকাশের ছেলে কত বছর ব্রহ্মচর্য পালন করবে?
. কোন যুগে সমাজ জীবনে সন্ন্যাসের পরিবর্তে কর্মের গুরুত্ব দেওয়া হয়?
কোন যুগে কোনো পাপকর্ম ছিল না?
কলিযুগে কোন অবতারের আগমন ঘটেছিল?