এক ও অদ্বিতীয় কে?
নিরাকার ঈশ্বরকে কী বলা হয়?
বিশ্ব ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করেছেন?
বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক কে?
অষ্টম শ্রেণির শিক্ষার্থী শিশির একটি উপনিষদ পড়ে মানবের জন্ম রহস্য, জীবন ধারণ এবং প্রলয়ের পর কোথায় থাকবে তা অনুধাবন করতে পারে। তার পঠিত উপনিষদ কোনটি?
আমরা ঈশ্বরকে সমীহ করি কেন?
'একো দেবঃ সর্বভূতেষুঃ গূঢ়ঃ' মন্ত্রটি কোন গ্রন্থের?
শ্বেতাশ্বতর উপনিষদে ঈশ্বরের কোন বিষয় ব্যাখ্যা করা হয়েছে?
ঈশ্বরের একত্ব সম্পর্কে কোথায় উল্লেখ আছে?
মহাবিশ্বের সবকিছু শৃঙ্খলার সাথে পরিচালিত হওয়ার মূল কারণ কী?
ঈশ্বর এ বিশ্বজগৎ কীভাবে পরিচালনা করেন?
পৃথিবীর বিভিন্ন জীবের বৈচিত্র্যের মাঝে কোনটি বিরাজ করছে?
মৃত্যু বলতে বোঝায় –
হিন্দুধর্মানুসারে কার ধ্বংস আছে?
অদৃশ্যভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন কে?
রতন বাবু সর্বশক্তিমান বলতে কাকে বুঝিয়েছেন?
এই সর্বশক্তিমান নিয়ন্ত্রকই —
i. সকল জীবকে চেতনা দান করেনii. পুণ্যাত্মাকে সুখী করেনiii. অপরাধীকে শাস্তি দেন
নিচের কোনটি সঠিক?
সূর্য তাঁকে প্রকাশ করতে পারে না; চন্দ্র, তারকা, বিদ্যুৎ, অগ্নিও তাঁকে প্রকাশ করতে পারে না— এটি কোন গ্রন্থে উল্লেখ আছে?
ঈশ্বর হলেন –
i. নিরাকারii. শাশ্বতiii. অবনিশ্বর
ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায়-
i. ধ্যান-ধারণার মাধ্যমেii. সাহিত্য চর্চার মাধ্যমেiii. মানুষের অভিজ্ঞতার মাধ্যমে