যজুর্বেদের প্রধান বর্ণনার বিষয় কী?
কীভাবে বর্ষপঞ্জি বা ঋতু সম্পর্কিত ধারণা গড়ে উঠেছে?
দ্বাদশবর্ষব্যাপী যজ্ঞ কোন বেদের অন্তর্ভু?
যজ্ঞের জন্য বেদী নির্মাণ কৌশল কোন বেদের অন্তর্গত?
ভূমি পরিমাপ বিদ্যার উদ্ভব ঘটেছে কোন বেদের মাধ্যমে?
গদ্য ও পদ্য উভয় রীতি ব্যবহার করে রচিত হয়েছে—
ঋগবেদ ও সামবেদের মধ্যে মিল কোথায় ?
কৃষ্ণযজুর্বেদের অপর নাম কী?
‘বাজসনেয়ী' সহিংসতার অপর নাম কী?
কৃষ্ণযজুর্বেদে কয়টি কাণ্ড রয়েছে?
পৃথিবীর সমস্ত গানের অন্যতম আদি উৎস -
নিখিল বাবু প্রতিদিন গানের সুরে বেদ পাঠ করেন। তিনি কোন বেদ পাঠ করেন?
আমরা যে সুর করে গান গাই তার আদি উৎস কী?
বেদের চতুর্থ ভাগ হচ্ছে-
অথর্ববেদের প্রাচীন নাম কী?
বেদ যে সম্পর্কিত জ্ঞান –
i. জগৎ ও জীবনii. জগৎ ও জীবনের উৎস iii. ব্রহ্ম ও ঈশ্বর
নিচের কোনটি সঠিক?
বেদকে অপৌরুষেয় বলা হয়েছে, কারণ-
i. বেদ ধ্যানে দৃষ্ট
ii. বেদ কোনো পুরুষ দ্বারা সৃষ্ট নয়
iii. বেদ কোনো ব্যক্তি দ্বারা সৃষ্ট নয়
চতুর্বেদের কোন গ্রন্থে দেবতাদের প্রশংসা করা হয়েছে?
যজ্ঞের বিষয়বস্তু বর্ণনা করা হয়েছে কোন বেদে?
সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে সহায়তা করে কোন গ্রন্থ?