দেহের ধ্বংসকে কী বলা হয়?
সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর, এ লাইনটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে?
'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থটি কে লিখেছেন ?
“অন্তর মম বিকশিত করো অন্তরতর হে" – এটা কার কবিতা?
শুক্লযজুর্বেদের মন্ত্র (৩৬/১৮) অনুসারে একে অপরকে কোন দৃষ্টিতে দেখার কথা বলা হয়েছে?
‘জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।' প্রার্থনামূলক এ পত্তিটি কোন কবির লেখা?
যজুর্বেদের কয়টি অংশ আছে?
হিন্দুধর্মে প্রধান উপনিষদের সংখ্যা কত?
শুক্লযজুর্বেদের (৩৬/১৮) যন্ত্রের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে—
i. শান্তিময় সমাজii. কল্যাণকর সমাজiii. প্রেমময় সমাজ
নিচের কোনটি সঠিক?
ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তিনি আমাদের-
i. মঙ্গল করেনii. ঐক্যবদ্ধ করেনiii. আনন্দে রাখেন
কবি 'অন্তরতর হে' দ্বারা কাকে বুঝিয়েছেন?
উদ্দীপকে বর্ণিত প্রার্থনার মাধ্যমে ঈশ্বর -
i. ভত্তকে কৃপা করেনii. ভক্তের দুঃখ দূর করেনiii. সমাজের মজাল করেন
বেদ মানে কী?
কোনটির জন্য সাধনার প্রয়োজন?
সনাতন ধর্মের আদি ও প্রধান ধর্মগ্রন্থ কোনটি?
গভীর সাধনায় নিমগ্ন হওয়াকে কী বলে?
কোনটির মাধ্যমে বেদের জ্ঞান লাভ করা যায়?
ঋষিগণ ভগবানের বাণী লাভ করেছেন কীভাবে?
বেদকে কেন্দ্র করে রচিত ধর্মভিত্তিক সাহিত্যকে কী বলা হয়?