'ভগ' শব্দের অর্থ কী?
ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য— এগুলো ভগবানের কী?
'ভগ' বলতে ঈশ্বরের কয়টি গুণকে বোঝায়?
ভগবান কয়টি গুণের অধিকারী?
প্ৰভুনাথ স্বাধীনমতো নিজের ধর্মচর্চা করতে পারছেন না। তার মতো শিষ্টদের রক্ষা করতে পৃথিবীতে কে অবতীর্ণ হন?
ঈশ্বর বলতে বোঝায়—
i. সকল জীবের সকল কাজের প্রভুত্বকারীii. ব্রহ্ম যখন জীবের ওপর প্রভুত্ব করেনiii. জীবকুলে সকল কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন
নিচের কোনটি সঠিক?
ব্রহ্ম সর্বজ্ঞ। তিনি -
i. সর্বজ্ঞানীii. ঈশ্বরের অংশiii. সকল জীব ও বস্তুর স্রষ্টা
সুরবালার নিকট ঈশ্বর কী?
সুরবালার এমন ভক্তির ফলে ঈশ্বর—
i. তাকে কৃপা করবেনii. তার দুঃখ দূর করবেনiii. তার মঙ্গল করবেন
রাম হলেন—
i. অবতার
ii. দেবতা
iii. পরমাত্মা
ভক্ত ও ভগবানের মিলন সেতু কী?
জ্ঞানীর নিকট ঈশ্বরের রূপ কী?
কাদের কাছে ঈশ্বর ব্রহ্ম?
জ্ঞানীরা কীসে সন্তুষ্ট থাকেন?
'জ্ঞান' শব্দের অর্থ কী?
'পরা' শব্দের সমার্থক কোনটি?
‘অপরা’, শব্দের সমার্থক কোনটি?
অবিদ্যায় কোন বিষয়ে জ্ঞানলাভ হয়?
আত্মজ্ঞান লাভ হয় না নিচের কোনটিতে?
শাস্ত্র অনুসারে জ্ঞানী বলতে কাদের বোঝানো হয়েছে?