i. QR এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক (1,1)
ii. QR এর সমান্তরাল রেখার ঢাল 3
iii. QR এর দৈর্ঘ্য 210
নিচের কোনটি সঠিক?
ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে, প্রযুক্ত বল ও অবস্থান ভেক্টরের মধ্যবর্তী কোণ θ হলে-
i. θ = 180° হলে ঘূর্ণন বল সর্বোচ্চ হবে
ii. θ = 0° হলে ঘূর্ণন বল সর্বনিম্ন হবে
iii. θ = 90° হলে ঘূর্ণনবল সর্বোচ্চ হবে
0J
14.7J
29.4J
44.1J
1:3
√3:1
3:1
1:9
কোনো স্থানের জলীয় বাষ্পচাপ সম্পর্কে বলা যায়—
i. সম্পৃক্ত জলীয় বাষ্প সর্বাধিক চাপ দেয়
ii.অসম্পৃক্ত জলীয় বাষ্প বয়েণের সূত্র মেনে চলে
ii. বায়ুতে জলীয় বাষ্প কমলে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়
নিচের উদ্দীপকের আলোকে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও :
একটি রাস্তার বাঁকের ব্যাসার্ধ 50 m। রাস্তার প্রস্থ 5m এবং বাইরের প্রান্ত ভেতরের প্রান্ত অপেক্ষা 0.25m উঁচু।
রাস্তাটির প্রকৃত ব্যাকিং কোণ কত ?
1.86°
2.86°
3.86°
5.86°
রাস্তার ব্যাংকিং নির্ভর করে—
i. গাড়ির ভরের উপর
ii. বাঁকের বক্তৃতার উপর
iii. গাড়ির বেগের উপর
কোনো বস্তুকে ভূমি হতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করার কিছু সময় পর আবার ভূমিতে ফিরে এলো। উচ্চতা (h) বনাম গতিশক্তি (Ek) এর লেখচিত্র কোনটি নির্দেশ করে?
একটি স্প্রিং-এর প্রান্তে in ভর ঝুলিয়ে দোলতে দিলে এর দোলনকালের বর্গ (T2) বনাম ভর (m) এর লেখচিত্র কেমন হবে ?
4d2xdt2+64x=0সমীকরণ দ্বারা বর্ণিত গতিশীল কোনো কণার কম্পাঙ্ক –
সরল ছন্দিত গতিতে গতিশীল কোনো কণার সরণের সমীকরণ : x = A cos ωt, এক্ষেত্রে কণাটি—
i. এক প্রান্ত হতে যাত্রা শুরু করেছে
ii. t= T4সময়ে সাম্যাবস্থানে থাকবে
iii. t = T2 সময়ে কণাটির যাত্রা শুরু বিন্দুর বিপরীত পাশে অবস্থান করবে
j^ ×(j^×k^)=?
ত্রিমাত্রিক স্থানে দুটি সমান্তরাল ভেক্টর হলে-
i. P→. Q→ =0
ii. P→ × Q→ =0
iii. PxQx=PyQy=PzQz
অক্সিজেন (O2) গ্যাসের প্রতি অণুর গড় গতিশক্তি কত ?
ii. অসম্পৃক্ত জলীয় বাষ্প বয়েণের সূত্র মেনে চলে
কোনো কণার উপর প্রযুক্ত বল F→=i^+j^-2k^ N বল প্রয়োগে S→=2i^-3j^-k^m সরণ হলো। বল দ্বারা কৃত কাজ কত ?
6N ওজনের একটি বস্তুকে GN বল দ্বারা চিত্রানুযায়ী টানা হচ্ছে। কস্তুটির আপাত ওজন—
সেকেন্ডের কাঁটার -
i. পর্যায়কাল 1 মিনিট
ii. কম্পাঙ্ক 1.6 x 10-3 Hz.
iii. কৌণিক বেগ 0.1046 rad/ sec
মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে—
i. এটি স্কেলার রাশি
ii. মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে এটি ঋণাত্মক
iii. এর মাত্রা সমীকরণ L2T-2
চিত্রানুযায়ী SN ওজনের একটি ব্লককে 10 সে. এ A থেকে B তে নিতে প্রযুক্ত ক্ষমতা—
অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে—
i আবদ্ধ বা খোলা যে কোনো স্থানে এটি তৈরি করা যায়।
ii. তাপমাত্রা বাড়িয়ে এটিকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়
iii. এটি বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে
পৃথিবী পৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠ থেকে h উচ্চতায় ও পৃথিবী পৃষ্ঠ হতে h গভীরতায় অভিকর্ষজ ত্বরণ যথাক্রমে g, gh, ও gbh হলে-
তরঙ্গটির তরঙ্গদৈর্ঘ্য λ হলে,
সেকেন্ডের কাঁটার-
ii. কম্পাঙ্ক 1.6 x 10 Hz.
একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 mm2 এবং অসহ ভার 40 kg। তারের অসহ পীড়ন-
স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি সবসময় ধ্রুবক থাকে ?
i. পীড়ন /বিকৃতি
ii. পার্শ্ব বিকৃতি/ দৈর্ঘ্য বিকৃতি
iii. বল/ক্ষেত্রফল
R = 8:31 JK-1 mole-1, O2 এর আণবিক ভর = 32 g চিত্রানুযায়ী A পাত্রের গ্যাসের মোট গতিশক্তি—
8d2xdt2+200x=0 সমীকরণ দ্বারা বর্ণিত সরল ছন্দিত গতির কৌণিক কম্পাঙ্ক কত?
নিচের কোন শর্তের জন্য কৃতকাজ ধনাত্মক বলে বিবেচিত হবে? (বল ও সরণের মধ্যবর্তী কোণ θ)
একটি হালকা ও ভারী বস্তুর ক্ষেত্রে—
i. উভয়ের ভরবেগ সমান হতে পারে
ii. উভয়ের গতিশক্তি সমান হতে পারে
iii. এদের গতিশক্তি সমান হলে, হালকা বস্তুর ভরবেগ বেশি হবে
যদি সরল দোল গতি সুষম বৃত্তাকার গতির অভিক্ষেপ হয় তবে
i. সরল দোল গতির বিস্তার সুষম বৃত্তাকার গতির ব্যাসার্ধের সমান
ii. উভয় গতির পর্যায়কাল একই হবে
iii. সরল দোল গতির কৌণিক কম্পাঙ্ক সুষম বৃত্তাকার গতির কৌণিক বেগের সমান
একটি বুলেট ঘর্ষণহীন সমতলে অবস্থিত ব্লকে আঘাত করে এর ভেতর রয়ে গেল। এক্ষেত্রে সংরক্ষিত হবে—
i. ভরবেগ
ii. গতিশক্তি
iii. আপেক্ষিক বেগ
চিত্রে 100g ভরের একটি ব্লক ঢালু পথে B বিন্দু হতে A বিন্দুতে গড়িয়ে পড়ছে। এখানে AB = 5m। কাজের পরিমাণ—
L∝g
L∝1g
L∝T
L∝1T
দুটি স্পন্দনরত কণার সরণ যথাক্রমে : = A sin ωt এবং x = A cos ωt হলে এদের মধ্যকার দশা পার্থক্য কত?
চিত্রে 10N-এর একটি বলকে পরস্পর লম্বভাবে দুটি উপাংশ OX→ ও OY→ দ্বারা নির্দেশ করা হলো।
OX→-এর মান কত ?
নিচের কোন ত্রিভুজে Z→ ভেক্টরটি (X→ – Y→) ভেক্টরের মান ও দিক নির্দেশ করে?
10N বল 2 kg ভরের স্থির বস্তুর উপর ক্রিয়া করে এবং 4s পর বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল। (এখানে ঘর্ষণ বল উপেক্ষা করা হয়েছে।)
বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুটি—
ভেক্টর P→ ধনাত্মক X-অক্ষ বরাবর অবস্থিত। অন্য একটি ভেক্টর Q→ এমনভাবে অবস্থিত যেন P→ × Q→ -এর মান শূন্য হয়। তাহলে Q→ হতে পারে—
A→=9i^ও B→=19i^ হলে ভেক্টরদ্বয়—
i. সদৃশ ভেক্টর
ii. বিপ্রতীপ ভেক্টর
iii. পরস্পর লম্ব
সমআয়তনের NaOH এবং H2SO4 দ্রবণের প্রকৃতি কী হবে ?
LiAlH4 যৌগে হাইড্রোজেনের জারণ মান কত ?
2K MnO4+3H2SO4+5H2C2O4→2MnSO4+K2SO4+10CO2 বিক্রিয়াটিতে-
i. 2 অণু KMnO4 10 টি ইলেকট্রন গ্রহণ করেছে
ii. H2C2O4 এ C এর জারণ মান = +3.
iii. H2SO4 একটি তীব্র জারক
নিচের কোনটি সঠিক ?
কপার ও জিংক এর প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে +০.৩৪ ভোল্ট ও -০.৭৬ ভোল্ট হলে কোনগুলো সত্য ?
1. কপার জিংকের চেয়ে শক্তিশালী জারক
ii. কপার সালফেট দ্রবণে জিংক যোগ করলে কপার অধঃক্ষিপ্ত হবে
iii. কোষে জিংক অ্যানোড হিসেবে কাজ করে
“ধান, টমেটো এবং কচু ইত্যাদি উদ্ভিদ শরীর থেকে অতিরিক্ত পানি কখনো কখনো তরলাকারে বের করে দেয়।”
উপরোক্ত উদ্ভিদের কোন অঙ্গ দিয়ে পানি তরলাকারে বের হয়?
ADP + Pi = ATP; এই বিক্রিয়াটি সংঘটিত হতে পারে
1. সাইটোপ্লাজমে
ii. মাইটোকন্ড্রিয়ায়
iii. ক্লোরোপ্লাস্টে