দুটি স্পন্দনরত কণার সরণ যথাক্রমে : = A sin ωt এবং x = A cos ωt হলে এদের মধ্যকার দশা পার্থক্য কত?
1 m দৈর্ঘ্য ও 1 mm2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলবিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে প্রযুক্ত বল নিচের কোনটি? [Y = 2 x 1011 N m-2]
তাপমাত্রা বাড়লে কোনো নির্দিষ্ট ভর গ্যাসের-
i. আয়তন বৃদ্ধি পায়
ii. ঘনত্ব বৃদ্ধি পায়
iii. গ্যাস অণুর সংঘর্ষ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
সমবিভব তলের বৈশিষ্ট্য হলো-
i. দুটি সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করে না
ii. সমবিভব তলে আধানগুলো গতিশীল থাকে।
iii. সমবিভব তলকে তড়িৎ বল রেখাগুলো সমকোণে ছেদ করে।
0.2500 nm তরঙ্গ দৈর্ঘ্যের X-ray কোনো বস্তুকে আঘাত হেনে 60° কোণে বিক্ষিপ্ত হলো। যেখানে ইলেকট্রনের নিশ্চল ভর 9.1 x 10-31kg; প্লাঙ্কের ধ্রুবক, h = 6.63 x 10-34 Js; বিক্ষিপ্ত X-ray-এর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো।
চার্জের কোয়ান্টায়ন অনুসারে একটি চার্জিত বস্তুতে চার্জের পরিমাণ নিচের কোনটি হতে পারে না?