বাগদা চিংড়ি চাষে প্রতি শতকে কতটি পোনা মজুদ করা হয়?
লবণ ক্ষেতে বাগদা চিংড়ি চাষে প্রতি শতকে কত গ্রাম ইউরিয়া প্রয়োগ করা হয়?
বাগদা চিংড়ির পোনা মজুদের কতমাস পর থেকে চিংড়ি আহরণ করা হয়?
লবণ ক্ষেতে বাগদা চিংড়ি চাষে হেক্টর প্রতি সর্বোচ্চ কত কেজি ফলন পাওয়া যায়?
বাগদা চিংড়ির খোলস পাল্টানোর পর মৃত্যু হয়- i. ফ্যাটি এসিডের অভাবেii. শর্করার অভাবেiii. প্রোটিনের অভাবেনিচের কোনটি সঠিক?
গলদা চিংড়ি কত লক্ষ ডিম দিতে পারে?
গলদা চিংড়ি কোন ধরনের প্রাণী?
গলদা চিংড়ির পুকুরে শতকে কতটি পোনা মজুদ করা যায়?
গলদা চিংড়ির মিশ্র চাষে প্রতি শতকে কতটি পোনা মজুদ করা যায়?
আধা নিবিড় চাষ পদ্ধতিতে বছরে প্রতি হেক্টরে গলদা চিংড়ির ফলন কত হয়?
গলদা চিংড়ির ডিম কখন ফোটে?
চিংড়ির সবচেয়ে মারাত্মক রোগ কোনটি?
গলদা চিংড়ি চাষ করা হয়- i. ধানক্ষেতে ii. ঘেরেiii. লবণক্ষেতেনিচের কোনটি সঠিক?
বাংলাদেশে কত শতাংশ জমিতে ধানের চাষ হয়?
ধান রোপণের কতদিন পর গলদা চিংড়ির পোনা ছাড়া হয়?
ধানক্ষেতে চিংড়ি চাষের মাধ্যমে ধানের ফলন শতকরা কত ভাগ বৃদ্ধি করা যায়?
ধানক্ষেতে গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে প্রযোজ্য- i. ধানের রোপনকাল ডিসেম্বর-জানুয়ারিii. হেক্টর প্রতি পালন ১০০-১৫০ কেজিiii. মুখ্য ফসল চিংড়িনিচের কোনটি সঠিক?
ঘেরে গলদা চিংড়ি চাষে মাটির pH কত হয়?
হেক্টর প্রতি কতটি গলদা চিংড়ির পোনা মজুদ করা হয়?
গলদা চিংড়ি কত মাস বয়সে আহরণের উপযোগী হয়?
গলদা চিংড়ি চাষ বৃদ্ধির কারণ হলো - i.দ্রুত বর্ধনশীলii. সুদবিহীন ঋণ প্রাপ্তি iii. বিদেশে চাহিদা বৃদ্ধি নিচের কোনটি সঠিক?
গলদা চিংড়ির ক্যালসিয়ামের অভাবজনিত রোগ কোনটি?
আলমের ঘেরের চিংড়িতে কোন রোগের আক্রমণ ঘটেছে?
ঘেরের উক্ত রোগ প্রতিকারে -i. পানি পরিবর্তন করতে হবেii. পানির উচ্চতা বৃদ্ধি করতে হবেiii. সম্পূরক খাদ্য প্রয়োগ বন্ধ করতে হবেনিচের কোনটি সঠিক?
নিফিন পদ্ধতিতে লতানো গাছের উচ্চতা কত মিটার হলে মাথা কেটে দেওয়া হয়?
নিচের কোন কাজটির কৌশল হিসেবে গাছের আঘাত প্রাপ্ত স্থানের বাকল তুলে পরিষ্কার করে নিতে হয়?
গাছের ড্রেসিং এর জন্য বোর্দোমিক্সারে ১ লিটার পানিতে কত গ্রাম ছুঁতে মিশাতে হয়?
গাছের ড্রেসিং এর সময় কোন রঙের প্রলেপ দিতে হয়?
বৃক্ষের প্রুনিং পদ্ধতি কত প্রকার?
বৃক্ষের ক্ষতস্থান ড্রেসিং করতে কোনটি ব্যবহার করা হয়?
বৃক্ষে প্রুনিং করলে i. উৎপাদন ক্ষমতা বাড়েii. কাণ্ডের বেড় হ্রাস পায়iii. ঝড়-তুফানে ক্ষতিগ্রস্ত হয় নানিচের কোনটি সঠিক?
গাছের পার্শ্ব শাখা প্রুনিং করা হয় i. মূল লম্বা করার জন্যii. কাণ্ড লম্বা করার জন্যiii. শিকড় ঘন করার জন্যনিচের কোনটি সঠিক?
নিফিন পদ্ধতি হতে পারে- i. একবাহু বিশিষ্টii. দুই. বাহু বিশিষ্টiii. চার বাহু বিশিষ্টনিচের কোনটি সঠিক?
কামাল তার পেয়ারা গাছে কী করেছিল?
আকাশমনির বাগানে কামালের পদক্ষেপ গ্রহণের ফলে -i. বেশী পরিমাণ কাঠ পাবেii. গাছ রোগমুক্ত হবেiii. জমিতে বেশী চারা লাগানো যাবেনিচের কোনটি সঠিক?
গাছের ক্ষতস্থানে ড্রেসিং এর ফলে বজায় থাকে-i. ক্ষতস্থানের আয়তন iii. উৎপাদন ক্ষমতাii. স্বাভাবিক বৃদ্ধিনিচের কোনটি সঠিক?
কোনটি বৃক্ষমেলার আয়োজনকারী প্রতিষ্ঠান?
কখন থেকে বন অধিদপ্তর 'বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা' আয়োজন করে?
'বৃক্ষরোপণ সপ্তাহ' কখন পালন করা হয়?
আমাদের দেশে কৃষি ও বনায়ন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রয়োজনের তুলনায় কত শতাংশ?
উৎপাদন ব্যবস্থার আধুনিকতার মাধ্যমে অর্থনৈতিক আয় কত শতাংশ পর্যন্ত বাড়তে পারে?
কোনটির ফলে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে?
কৃষি মেলার মূল আয়োজক কারা?
কোনটি বনজ গাছ?
উপরিউক্ত মাছ প্রক্রিয়াজতকরণের ক্ষেত্রে করণীয় বিষয় হলো- i. চর্বিযুক্ত মাছ সংগ্রহ করাii. পাখনা, আঁইশ ও নাড়িভুঁড়ি ফেলে দেওয়াiii. রুই, কাতলা মাছের মাথা কেটে ফেলানিচের কোনটি সঠিক?
বাংলাদেশে সংরক্ষরণের অভাবে প্রতি বছর শতকরা কত ভাগ মাছ পচে?
ছোট মাছ শুঁটকিকরণে কতদিন রোদে শুকানো হয়?
মাছ পরিবহনের সময় গ্রীষ্মকালে মাছ ও বরফের অনুপাত কত থাকতে হয়?
হিমায়িতকরণের মাধ্যমে সংরক্ষিত মাছের গুণগতমান কতদিন ঠিক থাকে?
টিনজাতকরণের মাধ্যমে মৎস্যজাত সামগ্রী কত বছর টিকে থাকে?