মুরগির সুস্বাস্থ্য ও নিরাপত্তার পূর্বশর্ত কোনটি ?
একটি লেয়ার মুরগির জন্য কত বর্গফুট জায়গা প্রয়োজন?
মুরগির বাচ্চাকে তাপ দেওয়ার ঘরকে কী বলে?
১ মিটার ব্যাসের ব্রুডারের নিচে কতটি বাচ্চা রাখা যায়?
মুরগির লিটারের আর্দ্রতা কত শতাংশ হওয়া ভালো?
নিচের কোনটি হাইব্রিড লেয়ারের জাত?
মুরগির বাচ্চা ছাড়ার সময় শীতকালে ব্রুডারের তাপমাত্রা কত ডিগ্রি সে. থাকতে হবে?
বাড়ন্ত লেয়ার মুরগি পালনে কত ঘণ্টা অন্ধকার প্রয়োজন?
কত দিন বয়স থেকে বিক্রির পূর্ব পর্যন্ত মুরগিকে বাড়ন্ত ব্রয়লার বলে?
ব্রয়লারের বয়স কত সপ্তাহ হলেই খাওয়ার উপযোগী হয়?
ডিম পাড়া মুরগির খামারে কত সপ্তাহ পরে মুরগি উৎপাদনে আসে?
ডিম পাড়া মুরগির খামারে কোনটি স্থায়ী মূলধনী ব্যয়?
ডিম পাড়া মুরগির খামারে কোনটি নৈর্ব্যক্তিক ব্যয়?
প্রতি সপ্তাহের প্রতি ব্যাচে ১০০টি করে ৩% মৃত ধরে ২৫ ব্যাচে মোট কতটি মুরগি হবে?
লেয়ার মুরগির ডিম দেয়ার অন্য উত্তম তাপমাত্রা কত ডিগ্রি সে.?
মাংস উৎপাদনকারী হাইব্রিড ব্রয়লারের জাত হলো-
i. মিনিব্রো
ii. মার্শাল
iii. বিভি-৩০০
নিচের কোনটি সঠিক?
ব্রয়লার মুরগির খামারের আবর্তক খরচ হলো-
i. খাদ্য
ii. লিটার বিক্রি
iii. শ্রমশক্তি
বাচ্চা ফুটানোর জন্য ডিম শীতালে কত দিনের বেশি সংরক্ষণ করা ঠিক নয়?
ভারী জাতের জন্য নিচের কোন অনুপাতে মোরগ থাকলে ঐ ডিমে বাচ্চা ফুটানো যায়?
বাচ্চা ফুটানোর জন্য ডিম শীতকালে কত দিনের বেশি সংরক্ষণ করা ঠিক নয়?
ডিম সংরক্ষণের জন্য আদর্শ তাপমাত্রা কত ডিগ্রি সে.?
কত ডিগ্রি সে. তাপমাত্রার অধিক তাপমাত্রায় ডিম সংরক্ষণ করলে ভূণের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে?
কত শতাংশ আপেক্ষিক আর্দ্রতায় ডিম সংরক্ষণ করলে ফুটার হার সবচেয়ে বেশি?
ডিম বসানোর কত দিন পর সূর্যের আলোয় ডিম পরীক্ষা করে নিতে হবে?
উদ্দীপকে উল্লিখিত রোগের লক্ষণ হলো-
i. বাড়ন্ত চালকে নষ্ট করে গুটিকা সৃষ্টি করে
ii. গুটিকার বহিরাবরণ সবুজ
iii. গুটিকার ভেতরের অংশ হলদে কমলা
বাংলাদেশে উৎপাদিত চিংড়িতে উল্লিখিত চিংড়ির অবদান কত ভাগ?
উক্ত ফসল চাষে ঘেরের - i. গভীরতা হবে ১.২-১.৫ মিটারii. পানির লবণাক্ততা হবে ১০-১৫ পিপিটিiii. মাটির অম্লমান হবে ৭.০ এর নিচেনিচের কোনটি সঠিক?
কোন ধরনের বৃক্ষ কম ছাঁটাই করা হয়?
গাছের ট্রেনিং পদ্ধতি প্রধানত কত প্রকার?
কোন ধরনের ট্রেনিং পদ্ধতিতে শুধু প্রধান কাণ্ডটিকে বাড়তে দেওয়া হয়?
কানিজের বাবা তার বসতবাড়িতে আম, কাঁঠাল, জাম ও তেঁতুল গাছ লাগিয়েছেন। গাছগুলোকে কিছুদূর পর্যন্ত বাড়তে দেয়ার জন্য তিনি কোন ধরনের ট্রেনিং করবেন?
কোন ধরনের ট্রেনিং এর ফলে গাছ ঝোপালো ও মাঝারি উচ্চতাসম্পন্ন হয়?
দীর্ঘমেয়াদি বৃক্ষজাতীয় ফলগাছের উপযুক্ত ট্রেনিং পদ্ধতি কোনটি?
কোন ধরনের ট্রেনিং পদ্ধতিতে মাচা তৈরি করতে হয়?
কর্ডন ট্রেনিং পদ্ধতি কোন গাছটির ক্ষেত্রে প্রযোজ্য?
কেবল একটি কাণ্ড বা বিটপকে কোনো খুঁটি বা অবলম্বনের সাহায্যে বাড়তে দেওয়ার ট্রেনিং পদ্ধতিকে কী বলে?
রপ্তানিযোগ্য চিংড়ির মধ্যে গলদা চিংড়ির অবদান শতকরা কত ভাগ?
গলদা চিংড়ির উত্তম সম্পূরক খাদ্য হলো – i. শামুকii. ক্ষুদিপানাiii. ঝিনুকের মাংসনিচের কোনটি সঠিক?
বাংলাদেশে উৎপাদিত চিংড়িতে শতকরা কত ভাগ বাগদার অবদান?
বাগদা চাষের জন্য ঘেরের আয়তন কত হলে ভালো হয়?
বাগদা চিংড়ি চাষের সময় পানির লবণাক্ততা কত পিপিটি হতে হয়?
বাগদার ঘেরে প্রতি হেক্টরে কত কেজি ইউরিয়া প্রয়োগ করা হয়?
উন্নত আধা নিবিড় পদ্ধতিতে শতক প্রতি কতটি পোনা মজুদ করা যায়?
বাগদার কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়?
কোন সময়ে উপকূলীয় আধা লবণাক্ত জলাশয়ের ঘেরসমূহে প্রচুর চিংড়ি ধরা পড়ে?
বাগদা চিংড়ি চাষে ঘেরের গভীরতা কত মিটার হওয়া উচিত?
ঘেরে পোনা ছাড়ার পর গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা হলো- i. সার প্রয়োগii. পানি ব্যবস্থাপনাiii. চুন প্রয়োগনিচের কোনটি সঠিক?
লবণ ক্ষেতে বাগদা চিংড়ি চাষের জন্য জমির আয়তন সাধারণত কত হেক্টর হয়?
লবণ ক্ষেতে বাগদা চিংড়ি চাষে পানির গভীরতা গড়ে কত মিটার রাখতে হবে?
লবণক্ষেতে প্রতি শতকে কত কেজি চুন প্রয়োগ করা হয়?