চিংড়ির সবচেয়ে মারাত্মক রোগ কোনটি?
গলদা চিংড়ি চাষ করা হয়- i. ধানক্ষেতে ii. ঘেরেiii. লবণক্ষেতেনিচের কোনটি সঠিক?
আধা নিবিড় চাষ পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করা যায় - i. পুকুরেii. লবণক্ষেতেiii. ঘেরেনিচের কোনটি সঠিক?
ধান রোপণের কতদিন পর গলদা চিংড়ির পোনা ছাড়া হয়?
ধানক্ষেতে চিংড়ি চাষের মাধ্যমে ধানের ফলন শতকরা কত ভাগ বৃদ্ধি করা যায়?
ধানক্ষেতে গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে প্রযোজ্য- i. ধানের রোপনকাল ডিসেম্বর-জানুয়ারিii. হেক্টর প্রতি পালন ১০০-১৫০ কেজিiii. মুখ্য ফসল চিংড়িনিচের কোনটি সঠিক?
ঘেরে গলদা চিংড়ি চাষে মাটির pH কত হয়?
হেক্টর প্রতি কতটি গলদা চিংড়ির পোনা মজুদ করা হয়?
গলদা চিংড়ি কত মাস বয়সে আহরণের উপযোগী হয়?
গলদা চিংড়ি চাষ বৃদ্ধির কারণ হলো - i.দ্রুত বর্ধনশীলii. সুদবিহীন ঋণ প্রাপ্তি iii. বিদেশে চাহিদা বৃদ্ধি নিচের কোনটি সঠিক?
গলদা চিংড়ির ক্যালসিয়ামের অভাবজনিত রোগ কোনটি?
রপ্তানিকৃত মৎস্য ও মৎস্যজাত পণ্যের প্রায় শতকরা কতভাগ চিংড়ি হতে আসে?
বাংলাদেশে চিংড়ির পোনা আহরণের কাজে জড়িত জনশক্তির সংখ্যা কত লক্ষ?
২০২১-২২ অর্থবছরে চিংড়ি রপ্তানি করে কত ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে?
গলদা চিংড়ির হ্যাচারির সংখ্যা কয়টি?
সামুদ্রিক চিংড়ির প্রজাতি কতটি?
চিংড়ি চাষের ক্ষেত্রে প্রযোজ্য- i. বিশ্বব্যাপী চাষ শুরু হয় ১৯৭০ সালেii. বাংলাদেশে চাষ শুরু হয় ১৯৯৫ সালেiii. উৎপাদনে শীর্ষে রয়েছে চীননিচের কোনটি সঠিক?
চিংড়ি কোন পর্বের প্রাণী?
চিংড়ির মাথা ও বুককে একত্রে কী বলে?
চিংড়ির শিরোবক্ষ কয়টি খন্ডকের সমন্বয়ে গঠিত?
চিংড়ির শ্বসনকার্য ও খাদ্য গ্রহণে সহায়তা করে কোন উপাঙ্গ?
চিংড়ি কোন উপাঙ্গ দ্বারা খাদ্য গ্রহণ ও আত্মরক্ষার কাজ করে?
গলদা চিংড়ি মাছের বৈজ্ঞানিক নাম কোনটি?
হোয়াইট গোল্ড বলা হয় কোন মাছকে?
চিংড়ির জীবন প্রধানত কয়টি ধাপে বিভক্ত?
ব্ল্যাক টাইগার নামে পরিচিত চিংড়ি কোনটি?
মাছ বিদেশে রপ্তানির জন্য কোন সংরক্ষণ পদ্ধতিটি উত্তম?
বাগদা চিংড়ির বৈশিষ্ট্য হলো -i. দেহের বর্ণ হালকা বাদামি বা সবুজii. মাথা মোট ওজনের এক তৃতীয়াংশiii. লোনা পানিতে বাস করেনিচের কোনটি সঠিক?
গলদা চিংড়ির বৈশিষ্ট্য হলো- i. শিরোবক্ষে খাঁজকাটা করাত বিদ্যমানii. স্বজাতিভোজী ডিম বুকে ধারণ কর নাiii. হালকা নীল বা সবুজ ডোরা দাগ থাকে নিচের কোনটি সঠিক?
শফিকুল পেঁয়াজের কোন জাতটি নির্বাচন করল?
পেঁয়াজের চারা তৈরির ক্ষেত্রে শফিকুল গ্রহণ করবে-
i. বীজতলার আকার ৩ মি. ×১মি.
ii. ছিটিয়ে বীজ বপন
iii. চারর আকার১৫-২০ সেমি
নিচের কোনটি সঠিক?
চারা রোপণ পরবর্তী পরিচর্যা কোনটি?
শুষ্ক মৌসুমে কতদিন পর পর চারার গোড়ায় পানি দিতে হবে?
বনায়নের ক্ষেত্রে চারার বেড়া কত সেমি উঁচু হওয়া প্রয়োজন?
কোন সার মাটির সাথে মেশাতে হয় না-
বনায়নের জন্য চারা নির্বাচনে বিবেচ্য বিষয়- i. মাটির বৈশিষ্ট্য অনুযায়ী প্রজাতি নির্বাচনii. উঁচু স্থানে জারুল, মান্দার ইত্যাদি রোপণiii. ছায়াযুক্ত স্থানে ছায়া সহনশীল চারা রোপণনিচের কোনটি সঠিক?
বনায়নের ক্ষেত্রে বৃক্ষের নিচে থাকা দরকার- i. ইউক্যালিপটাসের চারাii. বিরুৎ জাতীয় উদ্ভিদiii. গুল্ম জাতীয় উদ্ভিদনিচের কোনটি সঠিক?
নির্দিষ্ট উদ্দেশ্যে কোনো গাছের অপ্রয়োজনীয় ডালপালা কর্তন করাকে কী বলে?
গাছকে একটি শক্ত সুন্দর কাঠামো দেওয়ার জন্য ডালপালা কর্তন করাকে কী বলে?
মধ্যম প্রুনিং করা হয় কোন বৃক্ষে?
কোন গাছটিতে গভীর প্রুনিং করা হয়?
করিমের পুকুরে কোন রোগের সক্রমণ ঘটেছে?
করিমের উচিত -i. ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োগ করাii. শতাংশ প্রতি ১ কেজি ডলোচুন প্রয়োগ করাiii. অধিক সার প্রয়োগ করানিচের কোনটি সঠিক?
দেশি মুরগি বছরে কতটি ডিম দেয়?
হ্যাচারিসহ কেন্দ্রীয় মুরগির খামার ঢাকার কোথায় অবস্থিত?
সরকারি কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার কোথায় অবস্থিত?
পোল্ট্রির উন্নত জাতের অভাব দূরীকরণে প্রয়োজন -
i. নিজস্ব জাত উদ্ভাবন করা
ii. উন্নত জাত আমদানি করা
iii. পোল্ট্রিকে অধিক খাবার প্রদান করা
পোল্ট্রির প্রশিক্ষণ দেওয়া যাবে -
i. যুব প্রশিক্ষণ কেন্দ্রে
ii. শিশু বিষয়ক মন্ত্রণালয়ে
iii. মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে
উৎপত্তিস্থানের ওপর ভিত্তি করে মুরগির জাতকে কত ভাগে ভাগ করা হয়?
উদ্দেশ্যের ওপর ভিত্তি করে মুরগির জাতকে কয় ভাগে ভাগ করা হয়?