রফিক ফুল চাষে আগ্রহের কারণ-
i. উৎপাদন খরচ কম
ii. ফুলের দাম বেশি
iii. জমি ধান চাষের অনুপযোগী
নিচের কোনটি সঠিক?
সাহিদুল ইসলামের মত যারা উক্ত কাজ করেন তাদেরকে গাছগুলোর আয় থেকে কত শতাংশ লভ্যাংশ দেওয়া হয়?
উক্ত লভ্যাংশ ভোগকারীগণ i. বন অধিদপ্তর কর্তৃক নির্বাচিত ii. একতাবদ্ধ হয়ে কাজ করেনiii. মুক্তিযোদ্ধাদের স্বচ্ছল সন্তাননিচের কোনটি সঠিক?
প্রদর্শিত প্রজাতির চিংড়ির বৈশিষ্ট্য-i. রোস্ট্রাম বাঁকা ও প্রশস্তii. ইউরোপডে দুটি ঘন নীল বর্ণের দাগ থাকেiii. রোস্ট্রামের উপরের দিকে ৮টি খাঁজ থাকে নিচের কোনটি সঠিক?
রহিমের পাটে আগাম ফুল আসার কারণ-
রহিমের এখন করণীয় কী?
i. পাটগাছ কেটে ফেলা
ii. পাট বীজ উৎপাদন করা
iii. হরমোন স্প্রে করা
সামাজিক বনায়ন বিধিমালা অনুযায়ী কতভাগ দুঃস্থ মহিলা উপকারভোগী হওয়ার সুযোগ পেয়ে থাকেন?
সামাজিক বনায়নের উদ্দেশ্যের মধ্যে রয়েছে- i. নির্মাণ কাঠ সরবরাহ বৃদ্ধিii. সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধিiii. কীটপতঙ্গ থেকে ফসল রক্ষানিচের কোনটি সঠিক?
সামাজিক বনায়নের উপকারভোগীগণ নির্বাচিত হবেন- i. অগ্রসর গোষ্ঠী থেকেii. বন অধিদপ্তর কর্তৃকiii. স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরামর্শেনিচের কোনটি সঠিক?
সামাজিক বনায়ন প্রকল্পের সফলতা নির্ভর করে উপকারভোগীদের i. দায়িত্ববোধের ওপরii. কর্মকান্ডের ওপরiii. স্বচ্ছলতার ওপরনিচের কোনটি সঠিক?
সামাজিক বনায়নের ক্ষেত্রে চারা রোপণের পূর্বে কী পরিমাণ পচা গোবর গর্তে প্রয়োগ করতে হয়?
সামাজিক বনায়নের ক্ষেত্রে চারা রোপণের পূর্বে কী পরিমাণ টিএসপি গর্তে প্রয়োগ করতে হয়?
বাগানের চারা মারা গেলে অতিরিক্ত চারা রোপণ করে বাগানে চারার ঘনত্ব ঠিক রাখাকে কী বলে?
সাধারণত বন বাগানে প্রথম বছর কত শতাংশ চারা মারা যাওয়ার সম্ভাবনা থাকে?
চারা রোপণের কতদিন পর শূন্যস্থান পূরণ করতে হয়?
আসিফের ধানের জমিতে রোগটি কি?
উক্ত রোগটি দমনে করণীয়-
i. রোগ প্রতিরোধী বিআর-২, বিআর-১৪ জাত
ii. সুষম মাত্রায় সার প্রয়োগ
iii. পর্যাক্রমিক সেচ ও শুকানোর ব্যবস্থা
উদ্দীপকের রোগটি দমনে করণীয়-
i. মেনকোজেব ২-৩ বার স্প্রে
ii. থিওভিট স্প্রে
iii. ম্যালাথিয়ন স্প্রে
আবিরের চাষকৃত চিংড়ি কত মাসের মধ্যে প্রজননে সক্ষম হয়?
আবির পুকুরটিকে চাষ উপযোগী করতে - i. প্রতি শতকে ১ কেজি চুন প্রয়োগ করবেii. পি এইচ ৫.০ এর নিচে রাখবেiii. লবণাক্ততা ৪.০ পিপিটি নিচে রাখবেনিচের কোনটি সঠিক?
আসিফের আখের জমিতে দেখা দেওয়া রোগটি হলো-
উক্ত রোগের জন্য দমন ব্যবস্থা
i. সুস্থ-সবল কাটিং রোপণ
ii. ব্যাভিস্টিন দ্বারা বীজ শোধন
iii. মেনকোজেব জাতীয় ছত্রাকনাশক স্প্রে
রফিক সাহেব কোন ফুলটির চারা রোপণ করেছিলেন?
রফিক সাহেবের তৈরিকৃত সার ব্যবহার করার সঠিক পদ্ধতি-
i. সার ছেঁকে পাতায় স্প্রে করতে হবে
ii. গাছের আকার ও ফুলের প্রকারভেদে ব্যবহার করা
iii. গাছের গোড়ায় সার প্রয়োগ করা
কোন কারণে মোকাদ্দছের আখে এই প্রকারের সমস্যার সৃষ্টি হতে পারে?
ধানক্ষেত থেকে কতভাবে উক্ত ফসল পাওয়া যায়?
ধানক্ষেতে উক্ত ফসল চাষের উপযোগী মাটি হলো-
i. বেলে দোআঁশ
ii. পলি দোআঁশ
iii. এঁটেল দোআঁশ
গাছের দৈহিক বৃদ্ধি ঠিক রাখতে গাছের ঘনত্ব কমানোকে কী বলে?
সামাজিক বন বাগানের অবস্থা বুঝে কত বছর পর পর থিনিং করতে হয়?
সামাজিক বনায়নের জন্য এমন স্থান নির্বাচন করতে হবে যেখানে- i. বাগান তৈরির উপযুক্ত জায়গা আছেii. রোপণকৃত চারার কোনো ক্ষতি হবে নাiii. বেড়ার জন্য পর্যাপ্ত ঝোপ-জঙ্গল থাকবেনিচের কোনটি সঠিক?
সামাজিক বন বাগানে নিয়মিত থিনিং করলেi. গাছের পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত হবেii. বাগানে ভালো ফলন পাওয়া যাবেiii. আগাছা দমন সম্ভব হবেনিচের কোনটি সঠিক?
চারা রোপণের প্রথম ধাপ কোনটি?
চারা রোপণের স্থানের pH মান কত হওয়া প্রয়োজন?
চারা রোপণ করার আগে হালকা রোদে রেখে দেওয়াকে কী বলে?
রোপণ গর্তে ইউরিয়া সার প্রয়োগের কতদিন পর চারা রোপণ করতে হয়?
কখন চারা রোপণ করতে হয়?
চারা রোপণের কতদিন পূর্বে সৃজন আলী কাজটি করেছিল?
সে প্রতি লিটার পানিতে কী পরিমাণ উক্ত আগাছানাশক মিশিয়েছিল?
সৃজন আলী ২য় কাজটির ফলে- i. আগাছা দমন সম্ভব হয়ii. গাছের ঘনত্ব কমানো যায়iii. অতিরিক্ত রাসায়নিক সার লাগে না
আকবরের ক্ষেতে মৌবাক্স স্থাপনের কারণ-
i. ফুলের পরাগায়নে সহায়ক হয়
ii. পোকার আক্রমণ কম হয়
iii. খাটি মধু পাওয়া যায়
আসিফ ঘেরে কতটি পোনা অবমুক্ত করবে?
আসিফের প্রয়োগকৃত খাদ্যের অন্তর্ভূক্ত- i. চালের কুঁড়াii. হাড়ের গুঁড়াiii. গমের ভুসিনিচের কোনটি সঠিক?
সুজন আলীর দুই খন্ড জমির পাট আলাদা আলাদা সময়ে কাটার কারণ-
i. জমির উর্বরতার তারতম্যের জন্য
ii. পাটের জাতের পার্থক্যের জন্য
iii. পাটের পরিপক্বতা ভিন্ন সময়ে হওয়ায়
সুজন আলী পাট জাগ দেওয়ার সময় কত কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন?
গলদা চিংড়ি কত মাসের মধ্যে প্রজননে সক্ষম হয়?
গলদা চিংড়ি কত লক্ষ ডিম দিতে পারে?
গলদা চিংড়ির পুকুরে শতকে কতটি পোনা মজুদ করা যায়?
গলদা চিংড়ির মিশ্র চাষে প্রতি শতকে কতটি পোনা মজুদ করা যায়?
আধা নিবিড় চাষ পদ্ধতিতে বছরে প্রতি হেক্টরে গলদা চিংড়ির ফলন কত হয়?
গলদা চিংড়ির ডিম কখন ফোটে?