ন্যাভাল ইল রোগের কারণ-
বাছুরের ব্যাকটেরিয়াজনিত রোগ হলো-
i. কাফ স্কাওয়ার
ii. নিউমোনিয়া
iii. জলাতঙ্ক
নিচের কোনটি সঠিক?
গাভির প্রথম শালদুধ বা কলোস্ট্রামের অভাবে হয় -
i. সাদা বাহ্য রোগ
ii. কাফ স্কাওয়ার রোগ
iii. সালমোনেলোসিস রোগ
বাছুরের ন্যাভল ইল রোগে-
i. নাভি ফুলে যায়
ii. আক্রান্ত বাছুর মারা যায়
iii. নাভিতে চাপ দিলে রক্ত বের হয়
সালমোনেলোসিস রোগে আক্রান্ত বাছুরের -
i. নাক মুখ দিয়ে ঘন শ্লেষ্মা বের হয়
ii. হলুদ রঙের রক্তমিশ্রিত পায়খানা হয়
iii. বিভিন্ন স্থানের গিরা ফুলে যায়
প্যারাটাইফয়েড রোগ প্রতিরোধে -
i. ইঁদুর ও মাছি ধ্বংস করতে হবে
ii. অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে
iii. নিউমোনিয়ার চিকিৎসা করতে হবে
কোন খাদ্যের অভাবে দুধের উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যায়?
গাভিকে পর্যাপ্ত পানি খেতে দিলে কত শতাংশ দুধ বেশি পাওয়া যায়?
কোন সময়ে দুধ দোহন করলে মাখনের পরিমাণ বেশি হয়?
গাভিকে ২৪ ঘণ্টার মধ্যে কতবার দুধ দোহন করা উচিত?
গাভি হতে দোহনকৃত দুধের কতভাগ সামনের দিকের বাঁট হতে আসে?
গাভির ওলানের সম্মুখ বাঁট থেকে কত শতাংশ দুধ পাওয়া যায়?
গাভি বাচ্চা প্রসবের কতদিনের মধ্যে পাল দেওয়া উচিত?
ডেইরি এর আভিধানিক অর্থ কী?
গাভির দুধে মাখনের হার বেশি হয়-
i. সুষম খাদ্য খাওয়ালে
ii. গুঁড়ো করা খড় খাওয়ালে
iii. শুকনো দানাদার খাদ্য খাওয়ালে
নাইট্রেটযুক্ত ফরেজকে -
i. হে করে সংরক্ষণ করতে হয়
ii. সাইলেজ করে সংরক্ষণ করতে হয়
iii. শস্য ফরেজ উপর থেকে কাটতে হয়
প্রকৃতির সর্বশ্রেষ্ঠ 'আদর্শ খাদ্য' কোনটি?
যে সমস্ত গাভির বাঁট মোটা ও মাংসল সে সমস্ত গাভি দোহনের জন্য কোন পদ্ধতিটি উপযুক্ত?
দুগ্ধবতী পশুকে দোহনের কত ঘণ্টা পূর্ব পর্যন্ত খাবার খাওয়ানো যাবে?
দুগ্ধবতী গাভিকে প্রদান করার জন্য পানিতে কত শতাংশ হারে ব্লিচিং পাউডার প্রদান করতে হবে?
দুধ দোহনের সময় ওলান ও বাঁট কি দ্বারা পরিষ্কার করতে হয়?
কখন দুগ্ধবতী গাভির শরীর ভালভাবে ব্রাশ করে পশম সরিয়ে ফেলা উচিত?
দুগ্ধ ট্যাংকে বর্জ্য দূষণের অনুঘটক হিসেবে কোন জীবাণুটি উপস্থিত থাকে?
দুধের বিশুদ্ধতা নষ্ট হতে পারে-
i. গাভির খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনায়
ii. দুধ দোহনে অসাবধানতার কারণে
iii. গাভি লালন পালনে অজ্ঞতায়
দুধে চর্বির পরিমাণ নির্ধারণ করার যন্ত্রের নাম কী?
দুধের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা হয় কোন যন্ত্রের দ্বারা?
ল্যাকটোমিটারে আরেক নাম কী?
ছাগলের স্টল ঘরে কোনটি করা হয়?
বন্যার সময় পশুকে কোন খাদ্য দিতে হয়?
সাইলোপিট কী?
গরুকে ইউরিয়া কেন খাওয়ানো হয়?
গরুকে চিটা গুড় খাওয়ানোর কারণ
i. হজম শক্তি বাড়ে
ii. মোটাতাজা হয়
iii. দুধ বেশি দেয়
গবাদি পশুর রোগ প্রতিরোধের উপায়
i. জীবাণু প্রতিরোধী টিকা দেয়া
ii. অসুস্থ পশু পৃথক রাখা
iii. সুষম খাবার খাওয়ানো
পশুর তড়কা রোগ হলে কোন লক্ষণটি প্রকাশ পায়?
গাভির রোগ প্রতিরোধ ব্যবস্থার মধ্যে রয়েছে-
i. স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা
ii. অসুস্থ গাভি আলাদা রাখা
iii. সুস্থ গাভিকে নিয়মিত টিকা প্রদান
গবাদিপশুর ক্ষুরা রোগে কোন ওষুধ প্রদান করতে হয়?
হুরমতির গাভিটি হঠাৎ রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করছে। কোন রোগের কারণে এমন হচ্ছে বলে তুমি মনে করো?
গোবসন্তে আক্রান্ত গরুর মুখের ঘায়ের জন্য কোন ওষুধটি ব্যবহার করতে হয়?
পশুর মুখ দিয়ে ফেনা বের হয় এবং মুখ খুলে নিঃশ্বাস নেয় কোন রোগের কারণে?
তড়কা রোগে আক্রান্ত পশুর
i. শরীরে খিঁচুনি হয়
ii. দাঁত কটমট করে
iii. জিহ্বায় ফোস্কা পড়ে
কৃমির আক্রমণে পশুর
i পুষ্টির অভাব হয়
ii. ওজন বেড়ে যায়
iii. ক্ষুধা কমে যায়
ফিতা কৃমির আক্রমণে পশুর কোন লক্ষণটি দেখা যায়?
খনিজ পদার্থের অভাবে গবাদি পশুর
i. রিকেটস হয়
ii. দুধ জ্বর দেখা দেয়
iii. ওলান প্রদাহ হয়
কোনটি গবাদি পশুর পেটফাঁপা রোগের লক্ষণ?
পশুর ক্ষুরা রোগের কারণে কোনটি হয়?
পশুর জলাতঙ্ক রোগ হলে
i. পাগলামি ভাব হয়
ii. মুখ দিয়ে লালা ঝরে
iii. নিচের চোয়াল ঝুলে পড়ে
ছাগলের শ্বাসকষ্ট হয় ও নাক দিয়ে পানি পড়ে কোন রোগের কারণে?
নিচের কোন রোগটি ছাগলের প্লেগ নামে পরিচিত?
ছাগলের বসন্ত রোগ কীসের আক্রমণে হয়ে থাকে?
রহমত আলীর ছাগলের নাক দিয়ে জল পড়ছে এবং জলফোস্কা দেখা দিয়েছে। তার ছাগলের কী রোগ হয়েছে?