একজোড়া ছাগলের জন্য খোয়াড়ের
i. দৈর্ঘ্য হবে ৪০০ সেমি
ii. প্রস্থ হবে ১৫০ সেমি
iii. উচ্চতা হবে ১৮০ সেমি
নিচের কোনটি সঠিক?
ইউরিয়া দ্বারা প্রক্রিয়াজাত খাদ্যে –
i. আমিষের পরিমাণ বেশি থাকে
ii. আঁশজাতীয় উপাদান বেশি থাকে
iii. পরিপাক ভালো হয়
খাসিকে ইউরিয়া চিটাগুড় মিশ্রিত খড় খাওয়ালে -
i. দিনে ৬০ গ্রাম ওজন বাড়ে
ii. বছরে ১৮-২২ কেজি ওজন হয়
iii. পেট ফোলা রোগে আক্রান্ত হতে পারে
১টি সুস্থ ছাগলের নাড়ির স্পন্দন প্রতি মিনিটে কত বার?
একটি সুস্থ ও স্বাভাবিক ছাগলের শরীরে তাপমাত্রা কত ডিগ্রি সে. হওয়া প্রয়োজন?
নিচের কোন রোগটি ছাগলের প্লেগ নামে পরিচিত?
ছাগলের প্লেগ হয়ে থাকে কোন ভাইরাসের আক্রমণে?
ছাগলের PPR রোগের জন্য কোন ভ্যাকসিনটি দিতে হবে?
গোট পক্স রোগ কীসের আক্রমণে হয়ে থাকে?
ছাগলে FMD রোগ হলে কোন ভ্যাকসিন দিতে হবে?
ছাগলের ব্যাকটেরিয়াজনিত রোেগ কোনটি?
ছাগলের মারাত্মক রোগ কোনটি?
ছাগলকে কৃমির ওষুধ খাওয়াতে হয়-
i. বর্ষার আগে
ii. বর্ষার পরে
iii. ৫ মাস একবার
গোট পক্স হলে ছাগলকে
i. হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা ধুতে হবে
ii. সবুজ ঘাস প্রদান করতে হবে
iii. মারা গেলে চুন মাখিয়ে পুঁততে হবে
ছাগল পেট ফোলা রোগে আক্রান্ত হলে -
i. তিসির তেল খাওয়াতে হবে
iii. পেটে সুই ফুটাতে হবে
iii. ব্লোটোসিল ২০ মিলি খাওয়াতে হবে
পশুর জাত উন্নয়নের জন্য কী পদ্ধতি অনুসরণ করা যেতে পারে?
আমাদের দেশে যেসব গবাদি পশু আছে তাদের কত শতাংশ দুধের ঘাটতি আছে?
বিভিন্ন জাতের পশুদের মধ্যে প্রজনন করানোকে কী বলে?
দুধ সংরক্ষণ করার জন্যে তাতে কী যোগ করা হয়?
আপেক্ষিক ঘনত্ব নির্ধারণের মাধ্যমে দুধে কীসের উপস্থিতি বের করা হয়?
কোন দুধ বেশি সময় ধরে সংরক্ষণ করা যায়?
দুধ সাধারণ তাপমাত্রায় রেখে দিলে টক স্বাদযুক্ত হয় কেন?
দুধে ব্যাকটেরিয়ার উপস্থিতির পরিমাণ বের করার জন্য কোন পরীক্ষা করা হয়?
কোন অ্যালকোহল ব্যবহার করে দুধে Lactic Acid পরীক্ষা করা হয়?
ল্যাকটোমিটারের মাধমে বের করা হয় দুধেরー
i. ফ্যাট এর পরিমাণ
ii. পানির পরিমাণ
iii. আপেক্ষিক গুরুত্ব
তাপ দিয়ে দুধ সংরক্ষণ করার ক্ষেত্রে ৪ ঘণ্টা পর পর কত মিনিট করে ফুটাতে হয়?
হাইড্রোজেন পারঅক্সাইড প্রয়োগ করে ১৫-২০° সে এ দুধ রাখলে কত ঘণ্টা ভালো থাকবে?
কত সালে বিজ্ঞানী লুই পাস্তুর দুধ পচনের জীবাণুর ধারণা লাভ করেন?
লুই পাস্তুর কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
দুধে কোন প্রকার জীবাণু বেঁচে থাকতে পারবে না কোন প্রক্রিয়ায় সংরক্ষণ করলে?
রিফ্রিজারেটর পদ্ধতিতে দুধ সংরক্ষণে -
i. ৪° সে. তাপমাত্রায় রাখা হয়
ii. রাসায়নিক বন্ধন উন্নত হয়
iii. গুণগত মান হ্রাস পায়
উচ্চ তাপমাত্রা এবং কম সময়ে দুধ পাস্তুরিকরণ পদ্ধতিতে। -
i. ১৬১° সে. তাপমাত্রা দিতে হয়
ii. ২ সেকেন্ড তাপ দিতে হয়
iii. ৫-৬ মাস দুধ সংরক্ষণ করা যায়
দুধে এসিড তৈরি করে কোন ব্যাকটেরিয়া?
বাছুরকে কখন শালদুধ প্রদান করতে হয়?
বাছুরের বয়স কত সপ্তাহ হলে দুধ বন্ধ করে দেওয়া উচিত?
বাছুরের বয়স ২৪ সপ্তাহ হলে, দৈনিক সরবরাহকৃত খড়ের পরিমাণ কত কেজি?
কলোস্ট্রামে কোন খাদ্য উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি থাকে?
বাছুরের বয়স কত সপ্তাহ হলে দৈনিক ১-১.৫ কেজি দানাদার খাদ্য প্রদান করতে হবে?
নবজাতক বাছুরকে কত সপ্তাহ পর্যন্ত দানাদার খাদ্যের মিশ্রণ খাওয়াতে হবে?
জন্মের পর বাছুরের নাভিতে কী লাগাতে হবে?
গাভিকে বাছুরের শরীর চাটতে দিলে -
i. রোগ তৈরি হতে পারে না
ii. শরীর শুকিয়ে যাবে
iii. ঠান্ডা লাগার আশঙ্কা থাকে না
বাছুরকে জন্মের প্রথম ২ ঘণ্টার মধ্যে খাওয়াতে হবে -
i. কলোস্ট্রাম
ii. পানি
iii. কাচলা দুধ
গাভির কাচলা দুধে বেশি পরিমাণে রয়েছে-
i. শর্করা
ii. আমিষ
iii. ভিটামিন 'এ'
বাছুরের ব্যাকটেরিয়াজনিত রোগ কোনটি?
বাদলা রোগের জীবাণুর নাম কী?
বাছুরের মাংস ফুলে যায়, ফোলা স্থান হতে কালচে রঙের ফেনা বের হয় কোন রোগের কারণে?
একটি ১০০ কেজি ওজনের বাদলা রোগে আক্রান্ত বাছুরকে কত মিলি অক্সিমেনটিন-১০০ ইনজেকশন দিতে হবে?
বাছুর ঘন ঘন সাদা ও পাতলা মল ত্যাগ করে কোন রোগে আক্রান্ত হলে?
নবজাতক বাছুরকে কোন জাতীয় ওষুধ খাওয়ানো উচিত?
বাছুর তীব্র পর্যায়ে শ্বাসকষ্ট হয়ে মারা যেতে পারে কোন রোগ হলে?