চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর 16 গুণ। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 60 kg হলে চাঁদে বস্তুটির ভর হবে-
পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাসার্ধের এবং পৃথিবীর ভরের সমান ভরের একটি কাল্পনিক গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের-
মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ কত কম?
পৃথিবীর কেন্দ্র হতে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব বৃদ্ধির সাথে সাথে 'g'-এর মান-
R পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূ-পৃষ্ঠ হতে কত উচ্চতায় ৪ এর মান ভূ-পৃষ্ঠে মানের অর্ধেক হবে?
নিরক্ষ রেখায় অভিকর্ষীয় ত্বরণের মান' g' হলে-
কত অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম?
পৃথিবীর আকার হঠাৎ ছোট হয়ে এর ব্যাসার্ধ পূর্বের অর্ধেক হলে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন হবে। পরিবর্তিত মান পূর্বমানের কতগুণ হবে?
পৃথিবীতে কোনো বস্তুর ওজন 20 N হলে চাঁদে কত?
পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ভর 60 kg হলে চাঁদে ঐ বস্তুর ভর কত? চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর 16 গুণ।
ভূ-পৃষ্ঠ থেকে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূ-পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের এক-তৃতীয়াংশ হবে? (R = পৃথিবীর ব্যাসার্ধ)
মেরু অপেক্ষা বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ কতটা কম?
পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানে বস্তুর ওজন-
পৃথিবীর ব্যাসার্ধ (R) এর তুলনায় কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের অর্ধেক হবে?
পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পেলে g-এর মান-
পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 4% হ্রাস করা হলে অভিকর্ষজ ত্বরণ কত বৃদ্ধি পাবে?
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3.84 × 105 km এবং চাঁদ পৃথিবীকে বৃত্তাকার কক্ষপথে 27.3 দিনে একবার প্রদক্ষিণ করে। চাঁদের রৈখিক বেগ কত?
কোনো লোক ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় উপরে অবস্থান করলে কতটুকু ওজন হারাবেন?
ভূপৃষ্ঠ হতে যে গভীরতায় ও উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান সমান হবে সেই গভীরতা ও উচ্চতার অনুপাত হবে প্রায়-
ভর ধ্রুব রেখে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে কোনো বস্তুর ওজন হবে-
অভিকর্ষজ ত্বরণ g-এর পরিবর্তনের কারণ-
i... আহ্নিক গতি
ii. পৃথিবীর আকার
iii. উচ্চতা ও গভীরতা
নিচের কোনটি সঠিক?
1. পৃথিবীর আকার
ii. আহ্নিক গতি
iii. বার্ষিক গতি
g-এর মান-
i. পৃথিবীপৃষ্ঠে বেশি
ii. পৃথিবীর কেন্দ্রে শূন্য হয়
iii. পৃথিবীপৃষ্ঠে ও চাঁদের পৃষ্ঠের অনুপাত 16: 81
বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন তার ওজন যে বিশেষ বিন্দুর মধ্য দিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে তাকে কী বলে?
কোনো বস্তুর ওজন যে বিশেষ বিন্দুর মধ্য দিয়ে ক্রিয়া করে তাকে কি বলে?
কৃত্রিম উপগ্রহ পৃথিবীপৃষ্ঠ হতে পৃথিবীর ব্যাসার্ধের (R) সমান উচ্চতায় ঘুরলে এর বেগ হবে-
সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর কখনো ফিরে আসবে না?
ভূ-পৃষ্ঠের কাছাকাছি বৃত্তাকার পথে পরিভ্রমণরত কোনো উপগ্রহকে অতিরিক্ত কত বেগ দিলে সেটি পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে চলে যাবে?
মুক্তিবেগ নিচের কোনটির উপর নির্ভর করে?
যদি কোনো গ্রহের ভর 2 × 1027 kg ও ব্যাসার্ধ 7 × 107 m হয় তবে ঐ গ্রহের মুক্তিবেগ কত? [G = 6.673 × 10-11 Nm2 kg-2]
অভিকর্ষীয় ত্বরণ ধ্রুবক হলে, কোনো বস্তুর মুক্তিবেগের সাথে ঐ গ্রহের ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে-
মুক্তিবেগের সমীকরণ হলো-
পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ 9.8 m s2 এবং ব্যাসার্ধ 6.4 × 106 m বাতাসের বাধা উপেক্ষা করে কোনো বস্তু পৃথিবীপৃষ্ঠ থেকে মুক্তিবেগ কত?
মঙ্গল গ্রহের পৃষ্ঠে g = 3.8 m s-2 এবং এর ব্যাসার্ধ 3 × 10 3 km মঙ্গল পৃষ্ঠে মুক্তিবেগ কত হবে?
কোনো বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে এটি কৃত্রিম উপগ্রহে পরিণত হবে?
মুক্তিবেগের রাশিমালায় কোনটি অনুপস্থিত?
পৃথিবীতে মুক্তিবেগের মান কত?
মঙ্গলগ্রহে মুক্তিবেগের মান কত? [মঙ্গল গ্রহের ক্ষেত্রে R = 3000 km, g= 3.8 m s-2 ]
মুক্তিবেগ-
i. বস্তুর ভরের উপর নির্ভর করে
ii. এর মান পৃথিবীপৃষ্ঠে 11.2 km s-1
iii. অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে
ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে-
i.. এর কক্ষপথ পৃথিবীর নিরক্ষীয় তলে অবস্থিত
ii. পশ্চিম দিক থেকে পূর্বদিকে আবর্তন করে
iii. পৃথিবীর মুক্তিবেগের সমান বেগে আবর্তন করে
সূর্য থেকে কোনো গ্রহের গড় দূরত্ব কমে গেলে গ্রহটির পর্যায়কাল-
পার্কিং কক্ষপথে ভ্রমণরত কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল কত?
যদি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হ্রাস পায়, তবে বছরের দৈর্ঘ্য-
R ও 2R ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত হবে-
পৃথিবী 365 দিনে এবং বুধ ৪৪ দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 1.5 × 1011 m হলে সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত?
পার্কিং কক্ষপথ হলো-
পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের জন্য জাতীয় স্মৃতিসৌধের কৌণিক বেগ কত?
একটি বস্তুর উৎক্ষেপণ বেগ কত হলে বস্তুটি পৃথিবীর চারদিকে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে?
ভূস্থির উপগ্রহের পর্যায়কাল কত?
সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ 1.5 × 1011m এবং আবর্তনকাল 3.14 × 107 সে., পৃথিবীর দ্রুতি কত?