কোনটি অসংরক্ষণশীল বল?
সংরক্ষণশীল বলের ক্ষেত্রে-
i. পূর্ণচক্রে মোট কাজ শূন্য নয়
ii. গতিপথের ওপর নির্ভর করে না
iii. প্রকৃষ্ট উদাহরণ আদর্শ স্প্রিং বল
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি অসংরক্ষণশীল বল?
i. মহাকর্ষীয় বল
ii. সান্দ্র বল
iii. ঘর্ষণ বল
সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে-
i. বল শুধু অবস্থানের উপর নির্ভরশীল
ii. শুধু বস্তুর আদি ও যে কোনো অবস্থানের উপর নির্ভর করে
iii. কৃতকাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়
85% দক্ষতা সম্পন্ন 2.5 kW ক্ষমতার একটি মোটরচালিত পাম্প দ্বারা একটি কূপ হতে গড়ে 6.30m উচ্চতায় পানি উঠানো হয়। প্রতি মিনিটে মোটরটি কত কিলোগ্রাম পানি উঠাতে পারবে?
কতক্ষণ হাতুড়িটি পেরেকের সংস্পর্শে ছিল?
হাতুড়ি দ্বারা সম্পাদিত কাজ কত?
C বিন্দুতে পৌঁছতে কৃতকাজের পরিমাণ হলো-
যদি কোণের মান 60° করা হয় তবে-
i. A বিন্দুতে মোট শক্তি 169.74 joule
ii. C বিন্দুতে গতিশক্তি 169.74 joule
iii. গতিশীল বস্তুটি শক্তির নিত্যতার সূত্র মেনে চলে না
অভিকর্ষ বলের দিকে সরণ কত?
এক্ষেত্রে-
i. অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ -588 J
ii. বাইরের এজেন্ট দ্বারা কৃতকাজ + 588 J
iii: অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ – 3.675 × 10-20 eV
বস্তুটি ভূমিতে কত বেগে পড়বে?
ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে?
কাদা মাটির গড় প্রতিরোধ বল কত?
ভূমি হতে কত উচ্চতায় আমটির বিভবশক্তি এর গতি শক্তির দ্বিগুণ হবে?
এটি কত বেগে ভূমিতে আঘাত করবে?
পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 m উঁচুতে বিভবশক্তি ও গতিশক্তির অনুপাত কোনটি?
মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর 1s, 2 s ও 3 ৪-এ অতিক্রান্ত দূরত্বের অনুপাত-
তাহমিদ 30 m s-1 বেগে একটি তীর খাড়া উপরের দিকে নিক্ষেপ করল। এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে?
একটি বস্তুকে খাঁড়া উপরের দিকে 98 m s-1 বেগে নিক্ষেপ করলে 1 এটি কত সময় শূন্যে থাকবে?
একটি পাথরকে 19.6 m উচ্চতা থেকে মুক্তভাবে ভূ-পৃষ্ঠে পড়তে দেওয়া হলো। শেষ 1 m পথ অতিক্রম করতে পাথরটির কত সময় লাগবে?
বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 m গেলে 72 m যেতে কর সেকেন্ড সময় লাগবে?
সূর্য হতে পৃথিবীর দূরত্ব কমে গেলে বছরে দিনের সংখ্যা
সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের দুই তৃতীয়াংশ হয় তবে এক বছরে দিনের সংখ্যা কত? (পৃথিবীতে । বছর = 365 দিন)
R ও 4R ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত হবে-
কেপলারের ৩য় সূত্রের নাম কোনটি?
গ্রহের পর্যায়কাল T এবং সূর্য হতে গ্রহের গড় দূরত্ব ৮ হলে কেপলারের তৃতীয় সূত্রানুসারে-
'পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করছে।'-এ সূত্রটি কে প্রদান করেন?
কোনো উপগ্রহ চাঁদের চারপার্শ্বে R ব্যাসার্ধের পথে ঘুরছে। বেগ 2 গুণ করল কিন্তু বৃত্তাকার কক্ষপথ বজায় রাখতে হলে কক্ষের ব্যাসার্ধ হবে-
যদি পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হয় তবে এক সৌর বছর হবে-
পৃথিবীর সাপেক্ষে ভূস্থির উপগ্রহের বেগ কত?
R ব্যাসার্ধের কক্ষপথে কোনো গ্রহের পর্যায়কাল T হলে, 4R ব্যাসার্ধের কক্ষপথে ঐ গ্রহের পর্যায়কাল-
পৃথিবীর ভর M এবং ব্যাসার্ধ R হলে পৃথিবীপৃষ্ঠ Gg এর অনুপাত হবে-
মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা হলো-
মহাকর্ষীয় ধ্রুবক G = ?
মহাকর্ষীয় ধ্রুবকের মান নির্ভর করে-
i. প্রবেশ্যতা
ii. প্রবণতা
iii. বস্তুর প্রকৃতি
দুটি বস্তুর মধ্যে দূরত্ব তিনগুণ হলে মহাকর্ষীয় বল হবে-
মহাকর্ষীয় প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক-
মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের মাত্রার ক্ষেত্রে কোনটি সঠিক?
একটি গৃহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে ঐ গ্রহের পৃষ্ঠে ৪-এর মান পৃথিবী পৃষ্ঠের g-এর মানের-
নিচের কোনটি মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের একক?
মহাকর্ষীয় প্রাবল্যের দিক কোন দিকে হয়?
2 kg ভরের কোনো বস্তু হতে 2 m দূরে কোনো বিন্দুর মহাকর্ষীয় বিভব কত? (G = 6.673 × 10-11 Nm2kg-2)
দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান-
একটি নিরেট গোলকের পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব হলে এর কেন্দ্রে বিভব কত হবে?
মহাকর্ষীয় বিভবের একক হলো-
মহাকর্ষীয় বিভব-
i. স্কেলার রাশি
ii. এর সর্বোচ্চ মান অসীম
iii এর মান মহাকর্ষীয় ক্ষেত্রের যে কোনো বিন্দুতে ঋণাত্মক হতে পারে
মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে-
i. এটি স্কেলার রাশি
ii. মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে এটি ঋণাত্মক
iii. এর মাত্রা সমীকরণ L2T-2
মহাকর্ষীয় বিভবের মান-
i. সর্বোচ্চ হয় অসীমে
ii. সর্বোচ্চ হয় শূন্য
iii. ঋণাত্মক
একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে, যখন-