বস্তুটির ভর 10 kg হলে বস্তুটির উপর প্রতিক্রিয়া বলের মান কত? (50 N বল আনুভূমিকের সমান্তরালে প্রয়োগ করা হয়েছে)
4 kg ও 9 kg ভরের দুটি বস্তু সমান ভরবেগে গতিশীল। এদের গতিশক্তির অনুপাত কত?
একটি ভারী বস্তুর ভর অপর একটি হালকা বস্তুর ভরের দ্বিগুণ। হালকা ও ভারী বস্তু দুটির গতিশক্তির অনুপাত হবে-
m ও 3 m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত?
35 m উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ হবে?
60 m উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কৃত উচ্চতায় বিভবশক্তি গতিশক্তির অর্ধেক হবে?
গতিশীল বস্তুর বেগ দুই-তৃতীয়াংশ হলে গতিশক্তি কতগুণ হবে?
দুটি বস্তুর গতিশক্তি সমান। প্রথমটির ভর অন্যটির চারগুণ হলে এদের ভরবেগের অনুপাত কত?
m ভরের একটি বস্তু । উচ্চতা থেকে ভূমিতে পড়ল। ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির তিনগুণ হবে?
কোনো একটি বস্তুকণার গতিশক্তি (E₁) ও ভরবেগ (P) এর মধ্যকার লেখচিত্র একটি -
M ভরের একটি বস্তুর গতিশক্তি হলে এর ভরবেগ কত?
1 kg ও 9 kg ভরের দুটি বস্তু সমান গতিশক্তিতে গতিশীল। এদের ভরবেগের অনুপাত কত?
2 kg ভরের একটি বস্তুর গতিশক্তি 1J হলে এর ভরবেগ কত?
গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি?
200 gm ভরের একটি বস্তু 10 m উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত?
ভর এবং বেগ উভয়কে বৃদ্ধি করে যথাক্রমে তিনগুণ করা হলে গতিশক্তির বৃদ্ধির পরিমাণ কতগুণ হবে?
গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি হবে-
কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে এর ভরবেগ বৃদ্ধি পাবে-
কত উচ্চতা হতে 5 kg ভরের বস্তুকে ছেড়ে দিলে গতিশক্তি 980 J হবে?
একটি চলমান বস্তুর বেগ বাড়িয়ে আদি বেগের ২ গুণ করা হলে এর গতিশক্তি প্রাথমিক গতিশক্তির কত গুণ হবে?
100 kg ভরের একটি বস্তুর ভরবেগ 200 kg m s-1 হলে এর গতিশক্তি কত হবে?
কোন বস্তুর ভরবেগ 20% বৃদ্ধি করলে গতি শক্তি কত বৃদ্ধি পায়?
একটি বন্দুকের গুলির ভর ও বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে?
1 kg ও 4 kg ভরের দুটি বস্তু একই গতিশক্তি নিয়ে চলছে। এদের রৈখিক ভরবেগের অনুপাত হবে-
কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃতকাজ নিচের কোন রাশিটির পরিবর্তনের সমান?
100 g ভরের একটি বস্তুকে 100 m উপর হতে ছেড়ে দেওয়া হলো। ভূ-পৃষ্ঠকে স্পর্শ করার পূর্বমুহূর্তে এর গতিশক্তি কত?
একটি হালকা ও ভারী বস্তুর ক্ষেত্রে-
i. উভয়ের ভরবেগ সমান হতে পারে
ii. উভয়ের গতিশক্তি সমান হতে পারে
iii. এদের গতিশক্তি সমান হলে, হালকা বস্তুর ভরবেগ বেশি হবে
নিচের কোনটি সঠিক?
কোনো স্প্রিংকে 2cm প্রসারিত করলে সঞ্চিত বিভবশক্তি U । এটিকে 10 cm প্রসারিত করলে সঞ্চিত বিভবশক্তি কত?
একটি বস্তু ভূমি থেকে 10 m উচ্চতায় আছে। উপর থেকে বস্তুটিকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে 8 m উচ্চতায় বস্তুটির গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত হবে-
30 m উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কত নিম্নতায় এর গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ হবে?
কোন বস্তু তার অবস্থানের কারণে কী অর্জন করে থাকে?
বিভবশক্তির মাত্রা কোনটি?
1 cm পুরুত্বের ও 200 g ভরের মিটার স্কেলকে অনুভূমিক অবস্থা থেকে খাড়া করলে বিভবশক্তি-
একটি ক্রেন 100 kg ভরের একটি ব্লককে 0.1 m s¹ ধ্রুববেগে উপরে তুলছে। ক্রেনটির ক্ষমতা-
নিচের জোড়াগুলোর মধ্যে কোনটির মাত্রা একই?
ক্ষমতার একক ওয়াট ও অশ্ব ক্ষমতা (H.P.)-এর মধ্যে সম্পর্ক-
এক অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান?
কোনো যন্ত্র কর্তৃক ধ্রুব বল প্রয়োগে কোনো বস্তুর খুব রেগে গতিশীল হলে যন্ত্রের ক্ষমতা কত?
250 kg ভরের একটি বস্তু ক্রেনের সাহায্যে 0.1 m s¹ ধ্রুববেগে উপরে উঠানো হলো। ক্রেনের ক্ষমতা কত?
চিত্রানুযায়ী 5N ওজনের একটি ব্লককে 10 সে. এ A থেকে B তে নিতে প্রযুক্ত ক্ষমতা-
100 kg ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 cm s-1 বেগে ছাদের উপরে উঠালে ক্রেনের ক্ষমতা কত?
270 kg ভরের বস্তুকে ক্রেনের সাহায্য 0.1 m s-1 ধ্রুব বেগে উপরে উঠানো S হলে ক্রেনের ক্ষমতা
ক্রেনের সাহায্যে 2000 kg ভরের একটি বোঝাকে 0.1 ms-1 বেগে উঠানো হলে ক্রেনের ক্ষমতা কত?
ক্ষমতার মাত্রা সমীকরণ-
এক অশ্বক্ষমতা হলো-
এক অশ্ব-ক্ষমতার সমতুল্য মান হলো-
i. 746 Joule/sec
ii. 550 ft-lb/sec
iii. 17710 ft-Poundal/sec
ক্ষমতার একক-
i. Js-1
ii. watt
iii. erg s-1
অসংরক্ষণশীল বলের ক্রিয়ায়-
কিলোওয়াট-ঘণ্টা নিচের কোন রাশির একক?
কোনটি অসংরক্ষণশীল বল?