রাস্তার ব্যাংকিং নির্ভর করে-
i. গাড়ির ভরের উপর
ii. বাঁকের বক্রতার উপর
iii. গাড়ির বেগের উপর
নিচের কোনটি সঠিক?
কাজের মান শূন্য হবে, যদি-
i. সরণ না ঘটলে
ii. বলের বিপরীতে সরণ হলে
iii. যখন sinθ =। হয়
কোনো বল কর্তৃক কৃতকাজ-
i. বল এবং সরণের ডটগুণন
ii. ভর × ত্বরণ
iii. গতিশক্তির পরিবর্তনের সমান
কৃতকাজ শূন্য হবে-
i. বস্তু সমবেগে গতিশীল থাকলে
ii. বস্তু সমত্বরণে গতিশীল থাকলে
iii. বস্তুর উপর প্রযুক্ত কেন্দ্রমুখী বল থাকলে
শক্তির একক
i. জুল
ii. kg m2 s-2
iii. ইলেকট্রন ভোল্ট
তাহমিদ ও তমাল দুজনেই ৭ম শ্রেণির ছাত্র। এরা দুজনই একটি স্কুল • বিল্ডিং-এর নিচ তলা থেকে দৌড়ে 15 m উচ্চতায় ছাদে উঠল। এতে এদের সময় লাগে যথাক্রমে 6 সে. ও 5 সে.। তাদের ভর যথাক্রমে 60 kg 50 kg। এদের দুজনের মধ্যে-
1. তাহমিদ বেশি কাজ করেছে
ii. তমাল কম কাজ করেছে
iii. তমাল বেশি ক্ষমতা প্রয়োগ করেছে
একটি স্প্রিংকে প্রসারিত করা হলো-
i. এটি বিভব শক্তি অর্জন করে
11. এটি প্রত্যয়নি বল লাভ করে
iii. প্রত্যয়নি বলের দ্বারা কৃতকাজই এর বিভব শক্তি
চিত্রে 100 g ভরের একটি ব্লক ঢালু পথে B বিন্দু হতে A বিন্দুতে গড়িয়ে পড়ছে। এখানে AB = 5 m। কাজের পরিমাণ-
চিত্রে F বলের প্রভাবে বক্লটিকে আনত ঘর্ষণমুক্ত তলে ওপরের দিকে নেওয়া হচ্ছে। নিচের কোন বলের বিরুদ্ধে কাজ হয়েছে?